রইছউল আলম মন্ডল একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা ও সিনিয়র সচিব যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[] ইতিপূর্বে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।[]

রইছউল আলম মন্ডল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব
কাজের মেয়াদ
৩১ জানুয়ারি ২০১৮ – ৩১ ডিসেম্বর ২০১৯
পূর্বসূরীমাকসুদুল হাসান খান
উত্তরসূরীরওনক মাহমুদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১ জানুয়ারি ১৯৬১
কালীগঞ্জ, লালমনিরহাট
সন্তানতিন পুত্র
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রইছউল আলম মন্ডল ১ জানুয়ারি ১৯৬১ সালে লালমনিরহাটের কালীগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মনোবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার তিন ছেলে।

কর্মজীবন

সম্পাদনা

রইছউল আলম মন্ডল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকুরিজীবন শুরু করে মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পালন করেন।

২০১৪ সাল থেকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আওতাধীন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত সচিব হিসেবে ৩১ জানুয়ারি ২০১৮ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। ২৩ ডিসেম্বর ২০১৯ সালে তিনি সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করে ৩১ ডিসেম্বর ২০১৯ সালে অবসরে যান।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  2. নিজস্ব প্রতিবেদক (২৪ ডিসেম্বর ২০১৯)। "সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা"ঢাকাটাইমস২৪.কম। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 
  3. "সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পেলেন ৭ কর্মকর্তা"দৈনিক যুগান্তর। ২৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা