রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের আওতাধীন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে একটি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ রংপুর বিভাগের রংপুর জেলার ৩টি উপজেলা(মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ) এবং গাইবান্ধা জেলার ২টি উপজেলায়(সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর) বিদ্যুৎ বিতরণ করে থাকে। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ১৪ জানুয়ারি ১৯৮২ সালে।[][]মিঠাপুকুর উপজেলার শঠীবাড়িতে এর সদর দপ্তর অবস্থিত।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
মূলনীতিশেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ।।
গঠিত১৪ জানুয়ারী ১৯৮২
ধরনসরকারি
সদরদপ্তরশঠিবাড়ী, মিঠাপুকুর।
অবস্থান
  • বাংলাদেশ
  • রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি, শঠিবাড়ী, মিঠাপুকুর, রংপুর।
  • রংপুর
যে অঞ্চলে
রংপুর জেলা গাইবান্ধা জেলা
পরিষেবাবিদ্যুৎ বিতরণ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
সিনিয়র জেনারেল ম্যানেজার
প্রকৌঃ হরেন্দ্র নাথ বর্মন
ওয়েবসাইটhttp://pbs1.rangpur.gov.bd/

ইতিহাস

সম্পাদনা

১৪ জানুয়ারি ১৯৮২ সালে এ যাত্রা শুরু করে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। এ সমিতির অধীন ৬৭টি ইউনয়ন ও ১১০৬টি গ্রাম রয়েছে। এসব এলাকায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

জোনাল অফিসসমূহ

সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:

সাব জোনাল অফিস গুলো হচ্ছে

সম্পাদনা

গ্রাহক সংখ্যা

সম্পাদনা

এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৫,৭০,৫৬০ জন গ্রাহক রয়েছে।[]

অন্যান্য তথ্য

সম্পাদনা
  1. মোট আয়তন=১৮৪৯ বর্গকিলোমিটার
  2. অভিযোগ কেন্দ্র=২৮টি
  3. সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ১৩ টি, ক্ষমতা ১৫৫ এমভিএ
  4. পিক লোড= ৯৩.০০ মেঃওঃ
  5. অফগ্রিড এলাকায় স্টেকভূক্ত গ্রাম/গ্রাহক সংখ্যা= ০৪টি (কাজিয়ারচর, লাল চামারের চর, পোড়ারচর, কেরানীরচর) - ১৩১০ জন।
  6. বিদ্যুতায়িত লাইনরে সংযোগকৃত ট্রান্সফরমারের সংখ্যা= ৩০৭৮৫ টি
  7. বিদ্যুতায়িত লাইনের পরমিান = ৯০১৪ কি.মি.
  8. সিষ্টেম লস= মে ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত = ১০.৪০% (টার্গেট ১০.৩০%)
  9. পবিসের লাভ/ক্ষতি (প্রতি ইউনিট)= ১.১১ (ক্ষতি)
  10. মোট বিনিয়োগ= ১৩৮ কোটি ৬৪ লক্ষ টাকা।[]
  • কর্মকর্তা= ২৯ জন
  • কর্মচারী= ৬১৭ জন[]

সমিতি বোর্ড

সম্পাদনা

মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[]

আরো দেখুন

সম্পাদনা

জাতীয় গ্রিড

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১"pbs1.rangpur.gov.bd। 16/11/2022। ১৬ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 16/11/2022  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৩