রংপুর-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(রংপুর-৪ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
রংপুর-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি রংপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২নং আসন।
রংপুর-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | রংপুর জেলা |
বিভাগ | রংপুর বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
← রংপুর-৩ রংপুর-৫ → |
সীমানা
সম্পাদনারংপুর-৪ আসনটি রংপুর জেলার সাবেক পীরগাছা উপজেলা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০১৪: রংপুর-৪[৭] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
আওয়ামী লীগ | টিপু মুনশি | ১,১৩,০৮২ | ৯৫.০ | +৫৪.৩ | |
জাতীয় পার্টি | করিম উদ্দিন ভরসা | ৫,৯৮৬ | ৫.০ | -৩০.৫ | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৭,০৯৬ | ৮৯.৯ | +৮৪.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,১৯,০৬৮ | ৩২.৩ | -৬০.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০০৮: রংপুর-৪[৮][৯] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
আওয়ামী লীগ | টিপু মুনশি | ১,১৮,৮০৭ | ৪০.৭ | +১৩.৭ | ||
জাতীয় পার্টি | করিম উদ্দিন ভরসা | ১,০৩,৬৪৩ | ৩৫.৫ | প্র/না | ||
বিএনপি | রহিম উদ্দিন ভরসা | ৬৩,৯৯৯ | ২১.৯ | -১২.৩ | ||
ইসলামী আন্দোলন | মোঃ বদিউজ্জামান | ৩,৪৩৩ | ১.২ | প্র/না | ||
স্বতন্ত্র | শাহ আলম | ১,২০৪ | ০.৪ | প্র/না | ||
প্রগদ | মোঃ আব্দুল কাইয়ুম | ৪৯০ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,১৬৪ | ৫.২ | +১.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৯১,৫৭৬ | ৯২.৮ | +১২.২ | |||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে আওয়ামী লীগ অর্জন করে |
সাধারণ নির্বাচন ২০০১: রংপুর-৪[১০] | ||||||
---|---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | করিম উদ্দিন ভরসা | ৯৩,৬৩১ | ৩৮.২ | প্র/না | ||
বিএনপি | রহিম উদ্দিন ভরসা | ৮৩,৮২৫ | ৩৪.২ | +১৭.২ | ||
আওয়ামী লীগ | টিপু মুনশি | ৬৬,২৮৮ | ২৭.০ | +৫.০ | ||
ওয়ার্কার্স পার্টি | নজরুল ইসলাম হাক্কানি | ৭৯১ | ০.৩ | -০.১ | ||
জাসদ | মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ | ৪৭১ | ০.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোঃ এ সামাদ | ১৩৮ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৮০৬ | ৪.০ | -২০.৩ | |||
ভোটার উপস্থিতি | ২,৪৫,১৪৪ | ৮০.৬ | -০.২ | |||
জাতীয় পার্টি থেকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাসাধারণ নির্বাচন জুন ১৯৯৬: রংপুর-৪[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | করিম উদ্দিন ভরসা | ৮৪,৩৭৭ | ৪৬.৩ | -১.১ | |
আওয়ামী লীগ | মহসিন আলী বেঙ্গল | ৪০,০৭৬ | ২২.০ | -২.৫ | |
বিএনপি | রহিম উদ্দিন ভরসা | ৩০,৯০৮ | ১৭.০ | -৩.৮ | |
জামায়াতে ইসলামী | মমতাজ উদ্দিন | ২৩,৬২৩ | ১৩.০ | ০.০ | |
ইসলামী ঐক্য জোট | আব্দুস সালিম সরকার | ১,৭৮৮ | ১.০ | +০.৪ | |
ওয়ার্কার্স পার্টি | নজরুল ইসলাম হাক্কানি | ৭৯৩ | ০.৪ | প্র/না | |
স্বতন্ত্র | মোঃ এনায়েত উল্লাহ | ৩১৫ | ০.২ | +০.১ | |
স্বতন্ত্র | শাহ আলম | ২১৫ | ০.১ | প্র/না | |
স্বতন্ত্র | শাহ মোঃ রফিকুল বারি | ১৫৬ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,৩০১ | ২৪.৩ | +১.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৮২,২৫১ | ৮০.৮ | +১৩.৯ | ||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
সাধারণ নির্বাচন ১৯৯১: রংপুর-৪[১০] | |||||
---|---|---|---|---|---|
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
জাতীয় পার্টি | শাহ আলম | ৭৬,২৫৩ | ৪৭.৪ | ||
আওয়ামী লীগ | শাহ আব্দুর রাজ্জাক | ৩৯,৩২৫ | ২৪.৫ | ||
বিএনপি | রহিম উদ্দিন ভরসা | ২১,১৯১ | ১৩.২ | ||
জামায়াতে ইসলামী | মমতাজ উদ্দিন | ২০,৯৫৬ | ১৩.০ | ||
ইসলামী ঐক্য জোট | মোঃ মণ্ডল গোলাম মোস্তফা | ৯২২ | ০.৬ | ||
জাকের পার্টি | মোঃ আক্তার হোসেন | ৭৩৬ | ০.৫ | ||
ফ্রিডম পার্টি | মোঃ আব্দুল মান্নান সদর | ৫৩৩ | ০.৩ | ||
ইউসিএল | নজরুল ইসলাম হাক্কানি | ২৯২ | ০.২ | ||
স্বতন্ত্র | মোঃ এনায়েত উল্লাহ | ১৬৪ | ০.১ | ||
স্বতন্ত্র | মোঃ হাজী মহসিন আলী | ১৫৩ | ০.১ | ||
জাসদ (রব) | মোঃ ওয়াজেদ আলী | ১৪৭ | ০.১ | ||
কমিউনিস্ট পার্টি | শাহ মোঃ আব্দুল হাকিম | ৮২ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,৯২৮ | ২৩.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৬০,৭৫৪ | ৬৬.৯ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Rangpur-4"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৪ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে রংপুর-৪