যোগভ্রষ্ট (উপন্যাস)

যোগভ্রষ্ট হল বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। ১৩৬৬ বঙ্গাব্দে উল্টোরথ পত্রিকার পূজাসংখ্যায় এটি যবনিকা নামে প্রথম প্রকাশিত হয়।[১] ১৯৬১ সালে গ্রন্থাকারে প্রকাশের সময় উপন্যাসটির নামকরণ করা হয় যোগভ্রষ্ট[২]

যোগভ্রষ্ট
লেখকতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
কাজের শিরোনামযবনিকা
দেশভারত
ভাষাবাংলা
ধরনউপন্যাস
প্রকাশকমিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা
প্রকাশনার তারিখ
১৯৬১
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট)
পৃষ্ঠাসংখ্যা১৭২

এই উপন্যাসে তারাশঙ্করের অধ্যাত্ম-সন্ধান সর্বোচ্চ সীমায় উন্নীত হয়েছে। অধ্যাপক ড. অরুণকুমার মুখোপাধ্যায়ের মতে, "এখানে মানবতাবাদ নয়, গান্ধীবাদ বা সাম্যবাদ নয়, এক রহস্যময় অধ্যাত্মবাদের রূপায়ণ।"[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কয়েকটি কথা", তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যোগভ্রষ্ট, মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৩৭৫ সংস্করণ, পৃ. এক
  2. মেকার্স অফ ইন্ডিয়ান লিটারেচার: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (ইংরেজি), মহাশ্বেতা দেবী, সাহিত্য অকাদেমি, নতুন দিল্লি, ১৯৭৫ সংস্করণ, পৃ. ৭৩
  3. কালের প্রতিমা: বাংলা উপন্যাসের পঁচাত্তর বছর (১৯২৩-১৯৯৭), অরুণকুমার মুখোপাধ্যায়, দে’জ পাবলিশিং, কলকাতা, ২০১৯ সংস্করণ, পৃ. ৩৭-৩৮