যেতে পারি কিন্তু কেন যাবো
যেতে পারি কিন্তু কেন যাবো ১৯৮২ সালে প্রকাশিত ভারতীয় বাঙালি কবি শক্তি চট্টোপাধ্যায়ের ৩২তম কাব্যগ্রন্থ। এটি ভারতের কলকাতার বেনিয়াটোলায় অবস্থিত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক ১৯৮২ সালের মার্চে গ্রন্থাকারে প্রকাশিত হয়।[১] সুনীল শীলের প্রচ্ছদকৃত শক্তি চট্টোপাধ্যায় এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল: 'ম্যাডাম আর সুবোধকে' (শিপ্রা ও সুবোধ দাস)। অক্টোবর ২০১৫ সালে একই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এটির ত্রয়োদশ সংস্করণ প্রকাশিত হয়। একই শিরোনাম কাব্যগ্রন্থে একটি কবিতা রয়েছে।[২]
লেখক | শক্তি চট্টোপাধ্যায় |
---|---|
মূল শিরোনাম | যেতে পারি কিন্তু কেন যাবো |
অনুবাদক | জয়ন্ত মহাপাত্র (ইংরেজি) রাম চরণ ঠাকুর (মৈথিলী) |
প্রচ্ছদ শিল্পী | সুনীল শীল |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
ধরন | কবিতা |
প্রকাশিত | ১৯৮২, মার্চ (প্রথম সংস্করণ) ২০১৫, অক্টোবর (ত্রয়োদশ সংস্করণ) |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ৬৪ |
পুরস্কারসমূহ | সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৩) |
আইএসবিএন | ৯৭৮৮১৭০৬৬৬৯০৫ |
ওসিএলসি | ৩১০১২৮০২ |
পূর্ববর্তী বই | প্রচ্ছন্ন স্বদেশ (১৯৮২) |
পরবর্তী বই | কোথাকার তরবারি কোথায় রেখেছে (১৯৮৩) |
১৯৮৩ সালে, শক্তি চট্টোপাধ্যায় এই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।[৩][৪] ১৯৯৪ সালে আই ক্যান, বাট হোয়াই শুড আই গো শিরোনামে জয়ন্ত মহাপাত্র কর্তৃক ইংরেজি ভাষায় এটির অনুবাদ প্রকাশিত হয়।[৫] ১৯৯৯ সালে যা সাকি ছি কিন্তু কিয়ে যাও শিরোনামে রাম চরণ ঠাকুর কর্তৃক মৈথিলী ভাষায় এটির অনুবাদ প্রকাশিত হয়।[৩]
কবিতাসূচী
সম্পাদনাএই কাব্যগ্রন্থে মোট ২০টি কবিতা অন্তর্ভুক্ত হয়েছে।
- "যেতে পারি, কিন্তু কেন যাবো?"
- "শুয়ে আছি, ভাঙা ঘুম, ছেঁড়া স্বপ্নে"
- "পথে যেতে কষ্ট হয়"
- "মুত্যু"
- "এই কি সময়?"
- "বিড়াল"
- "অসহ্য আমার"
- "হাত পেতে দাঁড়িয়ে"
- "নিচে থেকে আমি ঐ রূপবান"
- "তুমি একা থেকো"
- "শুধু বাঁচতে চাই"
- "শেষদিনে"
- "বলো, ভালবাসো"
- "গাছের শিকড়গুলি দাঁড়িয়ে আছে"
- "পুরনো-নতুন দুঃখ"
- "ফিরে আসে"
- "মন্দিরের থেকে বহু শতাব্দীর অন্ধকারে"
- "দু'জনের জন্যে"
- "উত্তরবঙ্গের রঙ্গভূমে"
- "এখন আমার কোনো অভিমান নেই"
অনুবাদ
সম্পাদনাপুরস্কার
সম্পাদনা- ১৯৮৩ - সাহিত্য অকাদেমি পুরস্কার
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "যেতে পারি কিন্তু কেন যাবো"। গুগল বুক্স। গুগল বুক্স। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ ঘোষাল, সোমক (১৪ ডিসেম্বর ২০০৮)। "'Why would I go?' - Remembering poet Shakti Chattopadhyay on his 75th anniversary"। দ্য টেলিগ্রাফ (কলকাতা)। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ রায়, ডি. এস. (২০০৪)। Five Decades: The National Academy of Letters, India : a Short History of Sahitya Akademi। ভারত: সাহিত্য অকাদেমি। পৃষ্ঠা ৯৬। আইএসবিএন 9788126020607। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ Sengupta, Samir (2005). Shakti Chattopadhyay. p. 94
- ↑ মহাপাত্র, জয়ন্ত (১৯৯৪)। I can, but why should I go। নতুন দিল্লি: সাহিত্য অকাদেমি। আইএসবিএন 9788172015770। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- গ্রন্থাগারে (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) যেতে পারি কিন্তু কেন যাবো
- গুডরিড্সে যেতে পারি কিন্তু কেন যাবো