যুক্তরাষ্ট্র দূতাবাস, নতুন দিল্লি

ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস

যুক্তরাষ্ট্র দূতাবাস, নতুন দিল্লি হ'ল ভারতীয় প্রজাতন্ত্রের নতুন দিল্লিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক মিশন। দূতাবাসটির নেতৃত্বে আছেন ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। দূতাবাস কমপ্লেক্সটি নতুন দিল্লির কূটনৈতিক ছিটমহল চাণক্যপুরির ২৮ একর জমির উপর অবস্থিত। এখানে অন্যান্য দেশেরও দূতাবাস রয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস নতুন দিল্লি

মানচিত্র
ঠিকানাশান্তিপাঠ, চাণক্যপুরী, নতুন দিল্লি[১]
রাষ্ট্রদূতকেনেথ জাস্টার
অধিক্ষেত্রভারত
ওয়েবসাইটin.usembassy.gov/embassy-consulates/new-delhi/

ইতিহাস সম্পাদনা

দূতাবাসটির নকশা তৈরি করেন আমেরিকান স্থপতি এডওয়ার্ড ডুরেল স্টোন, তারপরে ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের একজন অধ্যাপক ও রেডিও সিটি মিউজিক হলের নকশাকার।[২] দূতাবাসের পরিকল্পনা ১৯৫০-এর দশকের গোড়ার দিকে শুরু হয় এবং এই কমপ্লেক্সের মধ্যে রয়েছে চ্যানারি, রুজভেল্ট হাউস (মার্কিন রাষ্ট্রদূতের সরকারী বাসস্থান), কার্যালয়ের জায়গা ও থাকার ব্যবস্থা এবং এটি নতুন দিল্লিতে অবস্থিত।

দূতাবাসটি আনুষ্ঠানিকভাবে ৫ জানুয়ারী, ১৯৫৯ সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে খোলা হয়।[৩] উদ্বোধনী অনুষ্ঠানের পরে, ভারতে মার্কিন রাষ্ট্রদূত এলসওয়ার্থ বাঙ্কার বলেন "আমার কাছে এই ভবনটি আমাদের দুই রাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে কী অর্জন করা যায় তার প্রতীকী। শুরু থেকে শেষ পর্যন্ত এটি একটি যৌথ উদ্যোগ ছিল।"[৪] উদ্বোধনের বিষয়ে , দ্য নিউ ইয়র্ক টাইমস দূতাবাসটিকে "সম্ভবত বিশ্বের সবচেয়ে মার্জিত" বলে অভিহিত করে।[৩]

ভারতে আমেরিকান কনস্যুলেট সম্পাদনা

মুম্বই, চেন্নাই, কলকাতা এবং হায়দ্রাবাদেও আমেরিকা যুক্তরাষ্ট্রের কনস্যুলেট রয়েছে, এগুলির সমস্তই নতুন দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সাথে যুক্ত।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Address"। ২০১২-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১ 
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; 1956Warren নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. Abel, Elie (৪ জানুয়ারি ১৯৫৯)। "NEW U. S. EMBASSY PRAISED BY NEHRU; Indian Head, at Dedication, Notes Blending of National Motif and U. S. Technique" (পিডিএফ)The New York Times। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৯ 
  4. "About the embassy"। মার্চ ১৭, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৬ 
  5. "U.S. consulates in India"। ২০১২-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২১ 

বহিঃসংযোগ সম্পাদনা