যুক্তরাষ্ট্রীয় অঞ্চল (মালয়েশিয়া)

মালয়েশিয়া সরকারের অধ্যুষিত জায়গা

মালয়েশিয়ার যুক্তরাষ্ট্রীয় অঞ্চল (মালয়: Wilayah Persekutuan, জাওই: ولايه ڤرسکوتوان, ইংরেজি: Federal Territories) মূলত তিনটি অঞ্চল নিয়ে গঠিত। এগুলো হলো: কুয়ালালামপুর, পুত্রজায়া এবং লাবুয়ান। মালয়েশিয়ার যুক্তরাষ্ট্রীয় সরকার এ অঞ্চলগুলো সরাসরি শাসন করে। কুয়ালালামপুর মালয়েশিয়ার জাতীয় রাজধানী, পুত্রজায়া প্রশাসনিক রাজধানী এবং লাবুয়ান একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র। কুয়ালালামপুর এবং পুত্রজায়া সেলাঙ্গর রাজ্যের অন্তর্গত। আর লাবুয়ান হল সাবাহ উপকূলের নিকটবর্তী একটি দ্বীপ।[১][২][৩][৪]

যুক্তরাষ্ট্রীয় অঞ্চল
Wilayah Persekutuan
যুক্তরাষ্ট্রীয় অঞ্চলের পতাকা
পতাকা
যুক্তরাষ্ট্রীয় অঞ্চলের অবস্থান
যুক্তরাষ্ট্রীয় অঞ্চলকুয়ালালামপুর
লাবুয়ান
পুত্রজায়া
স্বীকৃতিকুয়ালালামপুর: ১ ফেব্রুয়ারি ১৯৭৪
লাবুয়ান: ১৬ এপ্রিল ১৯৮৪
পুত্রজায়া: ১ ফেব্রুয়ারি ২০০১
মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্তি২৭ মার্চ ২০০৪
সরকার
 • মন্ত্রীখালিদ আবদুল সামাদ
আয়তন
 • মোট৩৮১.৬৫ বর্গকিমি (১৪৭.৩৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৪)
 • মোট১৬,০২,৩৮৮
 • জনঘনত্ব৪,১৯৮.৬/বর্গকিমি (১০,৮৭৪/বর্গমাইল)
জাতীয় পোস্টাল কোডকুয়ালালামপুর:
50xxx থেকে 60xxx এবং
68xxx (অ্যামপাং ও সেলাইয়াং)
লাবুয়ান: 87xxx
পুত্রজায়া: 62xxx
এলাকা কোড০৩[ক]
০৮৭[খ]
নীতিবাক্যMaju dan Sejahtera
'প্রগতিশীল এবং সমৃদ্ধ'
সঙ্গীতWilayah Persekutuan Maju dan Sejahtera
পরিচালনায়যুক্তরাষ্ট্রীয় অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়
লাইসেন্স প্লেটW ও V[গ]
L[খ]
PUTRAJAYA ও F[ঘ]
ওয়েবসাইটwww.kwp.gov.my
  1. কুয়ালালামপুর ও পুত্রজায়া
  2. লাবুয়ান
  3. কুয়ালালামপুর
  4. পুত্রজায়া

যুক্তরাষ্ট্রীয় অঞ্চল এবং মালয়েশিয়ার রাজ্য (স্টেট) সম্পূর্ণ ভিন্ন। কারণ যুক্তরাষ্ট্রীয় অঞ্চলগুলোর নিজস্ব প্রশাসন বা আইনসভা নেই। তবে তারা সরাসরি মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। অঞ্চলগুলো এক সাথে দেশের তেরটি রাজ্যের সমান মর্যাদা পেয়েছে। এই অঞ্চলগুলোর নিজস্ব মন্ত্রণালয় রয়েছে, যার মুখ্যমন্ত্রী (মেন্টেরি উইলিয়াহ) এই অঞ্চলগুলোর যুগ্ম প্রধান।[৫][৬][৭][৮]

প্রশাসন সম্পাদনা

মালয়েশিয়ার যুক্তরাষ্ট্রীয় অঞ্চলগুলো দেশটির যুক্তরাষ্ট্রীয় অঞ্চল বিষয়ক মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাওই'র প্রশাসন ২০০৬ সালের ২৭ মার্চ উক্ত মন্ত্রণালয় গঠন করে। উক্ত মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন মোহাম্মদ ঈসা আবদুল সামাদ। টেংগু আদনান বিন মানসুর ২০১৩ সালের মে থেকে ২০১৮ সালের ৯ মে মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

ইতিহাস সম্পাদনা

যুক্তরাষ্ট্রীয় অঞ্চলগুলো মূলত দুটি রাজ্যের অংশ ছিল: সেলাঙ্গর এবং সাবাহকুয়ালালামপুর এবং পুত্রজায়া উভয়েই সেলাঙ্গরের অংশ ছিল। আর লাবুয়ান সাবাহর অংশ ছিল।

সেলাঙ্গর রাজ্যের রাজধানী কুয়ালালামপুর ১৯৪৮ সালে মালয় ফেডারেশনের (পরবর্তীতে মালয়েশিয়ার) জাতীয় রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। ১৯৫৭ সালে স্বাধীনতার পর থেকে ফেডারেল এবং সেলেঙ্গার রাজ্য শাসক দল ছিল অ্যালায়েন্স (পরে বরিশান ন্যাশনাল)। যাইহোক, ১৯৬৯ সালের নির্বাচনে অ্যালায়েন্স বিরোধী দলের কাছে সেলাঙ্গরের সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই নির্বাচনের ফলে কুয়ালালামপুরে একটি বড় জাতিগত দাঙ্গা হয়েছিল।

এ ঘটনা থেকে এটি বোঝা যায় যে কুয়ালালামপুর যদি সেলাঙ্গরের অংশ থেকে যায় তবে ফেডারাল এবং সেলাঙ্গর রাজ্য সরকার যখন ভিন্ন দল দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাদের মধ্যে সংঘাত দেখা দিতে পারে। এ সমস্যা সমাধানে কুয়ালালামপুরকে সেলেঙ্গর রাজ্য থেকে আলাদা করে সরাসরি ফেডারেল শাসনের অধীনে নিয়ে আসার পরিকল্পনা করা হয়।[৪] সে পরিকল্পনা অনুযায়ী ১৯৭৪ সালের ১ ফেব্রুয়ারি ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুর চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে কুয়ালালামপুর মালয়েশিয়ার প্রথম যুক্তরাষ্ট্রীয় অঞ্চলে পরিণত হয়।[৬][৯]

মূল ভূমির সাবাহ উপকূলের নিকটবর্তী সামুদ্রিক দ্বীপ লাবুয়ানকে ফেডারাল সরকার একটি অফশোর আর্থিক কেন্দ্রে পরিণত করার জন্য বেছে নিয়েছিল। লাবুয়ান ১৯৮৪ সালে দ্বিতীয় যুক্তরাষ্ট্রীয় অঞ্চলে পরিণত হয়েছিল।[৩][১০][১১]

পুত্রজায়া একটি পরিকল্পিত শহর। কুয়ালালামপুর থেকে ফেডারেল সরকারের কেন্দ্র সরিয়ে নেওয়ার জন্য এ শহরটি নকশা করা হয়। মালয়েশিয়ার তৎকালীন ইয়াং ডি-পার্টুয়ান আগং (রাজা) সুলতান সালাহউদ্দিনকে উক্ত ভূমি ফেডারাল সরকারের কাছে সমর্পণ করতে অনুরোধ করা হয়েছিল। পুত্রজায়া ২০০১ সালের ১ ফেব্রুয়ারি তৃতীয় যুক্তরাষ্ট্রীয় অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে।[১২][১৩][১৪]

সাম্প্রতিক বছরগুলোতে তিনটি যুক্তরাষ্ট্রীয় অঞ্চলের জন্য একটি সাধারণ পরিচয় তৈরির চেষ্টা করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় অঞ্চলের একটি একক পতাকা চালু করা হয়েছে যা সবগুলো যুক্তরাষ্ট্রীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করে। ২০০৬ সালে কেদাহে আয়োজিত সুকমা গেমসে কুয়ালালামপুর, লাবুয়ান এবং পুত্রজায়া সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রীয় অঞ্চল নামে অংশ গ্রহণ করে।

পতাকা ও সঙ্গীত সম্পাদনা

অঞ্চলগুলির সরকারী সঙ্গীত হল "মাজু দান সেজাহতেরা", যার অর্থ "অগ্রগতি এবং সমৃদ্ধি"।

যুক্তরাষ্ট্রীয় অঞ্চলসমূহের একটি একক পতাকা ছাড়াও প্রতিটি ফেডারেল অঞ্চলের নিজস্ব পতাকা রয়েছে।[১৫]

যুক্তরাষ্ট্রীয় অঞ্চলগুলোর ক্রীড়া সংস্থা সম্পাদনা

কুয়ালালামপুর সম্পাদনা

  • কুয়ালালামপুর এফএ
  • পের্সাতুয়ান মেমানাহ রেড অ্যারো উইলাইয়াহ পার্সেকুটুয়ান

লাবুয়ান সম্পাদনা

  • লাবুয়ান এফএ

পুত্রজায়া সম্পাদনা

  • পুত্রজায়া এফএ

অন্যান্য সম্পাদনা

  • মজলিস সুকান উইলাইয়াহ পার্সেকুচুয়ান

যুক্তরাষ্ট্রীয় অঞ্চলগুলোর ক্রীড়া কমপ্লেক্স সম্পাদনা

কুয়ালালামপুর সম্পাদনা

  • ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স, বুকিত জলিল
  • মেরডেকা স্টেডিয়াম
  • কেএলএফএ স্টেডিয়াম

লাবুয়ান সম্পাদনা

  • লাবুয়ান স্টেডিয়াম
  • লাবুয়ান স্পোর্টস কমপ্লেক্সেস
  • লাবুয়ান ইন্টারন্যাশনাল সী স্পোর্টস কমপ্লেক্সেস

ছুটির দিন সম্পাদনা

কুয়ালালামপুর সম্পাদনা

  • যুক্তরাষ্ট্রীয় অঞ্চল দিবস (Hari Wilayah Persekutuan)

লাবুয়ান সম্পাদনা

  • যুক্তরাষ্ট্রীয় অঞ্চল দিবস
  • পেস্তা কেমাটান

পুত্রজায়া সম্পাদনা

  • যুক্তরাষ্ট্রীয় অঞ্চল দিবস

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আদমশুমারী ও গৃহগননা" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। statistics.gov.my। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  2. "দ্য স্টেটস অফ মালয়েশিয়া" (ইংরেজি ভাষায়)। go2travelmalaysia.com। ২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  3. Lehtipuu, Markus (২০০৬)। Malesia, Singapore, Bali। Keuruu। পৃষ্ঠা ১৮-২৪। আইএসবিএন 952-9715-16-1 
  4. Richmond, Simon (২০১৩)। Malaysia Singapore & Brunei। Lonely Planet Publications Pty Ltd। আইএসবিএন 978-1-74179-847-0 
  5. "Exploring the Federal Territories of Malaysia" (ইংরেজি ভাষায়)। exploring-malaysia.com। ৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  6. "Federal Territories, Malaysia" (ইংরেজি ভাষায়)। asiaexplorers.com। ৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  7. "Ministry of Federal Territories" (ইংরেজি ভাষায়)। kwp.gov.my। ৪ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  8. "Federal Territories (Malaysia)" (ইংরেজি ভাষায়)। thestar.com.my। ১১ মার্চ ২০০৮। ৫ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  9. Barwise, J.M; White, N.J. (২০০২)। Matkaopas historiaan, Kaakkois-Aasia। Oy UNIpress Ab। আইএসবিএন 951-579-212-6 
  10. Yunos, Rozan (২০০৮)। "Loss of Labuan, a former Brunei island" (ইংরেজি ভাষায়)। Bandar Seri Begawan: The Brunei Times। Archived from the original on ২৮ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  11. Stephen M. Evans, Abdul Rahman Zainal, Rod Wong Khet Ngee। "History of Labuan" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। library.perdana.org.my। ১ জুলাই ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  12. "Putrajaya history" (ইংরেজি ভাষায়)। malaxi.com। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  13. "World and Its Peoples: Malaysia, Philippines, Singapore, and Brunei" (ইংরেজি ভাষায়)। Marshall Cavendish Corporation। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  14. "Federal Territory Day" (ইংরেজি ভাষায়)। publicholidays.com.my। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 
  15. "Federal Territories (Malaysia)" (ইংরেজি ভাষায়)। flagspot.net। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা