শিঙ্গু নদী

ব্রাজিলের নদী
(যিংগু থেকে পুনর্নির্দেশিত)

শিঙ্গু নদী (পর্তুগিজ: Rio Xingu রিউ শিঙ্গু) উত্তর-পশ্চিম ব্রাজিলের একটি নদী। মাতু গ্রস্‌সু মালভূমির উত্তরাংশের তিনটি জলধারা মিলিত হয়ে নদীটির জন্ম হয়েছে। প্রায় ১৯৮০ কিমি দীর্ঘ নদীটি উত্তরদিকে প্রবাহিত হয়ে মাতু গ্রস্‌সু ও পারা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমাজন নদীতে পতিত হয়েছে। নদীটির কেন্দ্রীয় অংশে অসংখ্য ছোট-বড় জলপ্রপাত আছে। মোহনার কাছে থেকে প্রায় ১৬০ কিমি অভ্যন্তর পর্যন্ত এতে নৌপরিবহন সম্ভব।

উপগ্রহ থেকে তোলা শিঙ্গু নদীর ছবি