ইভন রিডলি

ব্রিটিশ সাংবাদিক
(য়ুভন রিডলি থেকে পুনর্নির্দেশিত)

ইভন রিডলি (ইংরেজি: Yvonne Ridley) (জন্ম ২৩ এপ্রিল ১৯৫৮) হলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং প্রাক্তন রেস্পেক্ট পার্টির সক্রিয় কর্মী। ২০০১ সালে তিনি তালেবানদের দ্বারা বন্দি হন, এবং বন্দিদশা থেকে মুক্তির পর ইসলাম ধর্ম গ্রহণ করেন, পরবর্তী সময়ে তিনি জিওনবাদের একজন প্রকাশ্য বিরোধী এবং পাশ্চাত্য গণমাধ্যমের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচক হয়ে ওঠেন। রিডলি স্ট্যানলি, কাউন্টি ডারহামের শ্রমিক শ্রেণীর খনির শহরে জন্মগ্রহণ করেন, তিনি তিন মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন,[1] এবং চার্চ অফ ইংল্যান্ডে তার লালন-পালন হয়েছিল।[4] তিনি স্থানীয় স্ট্যানলি নিউজে তার কর্মজীবন শুরু করেন,[1] যা ছিল ডারহাম বিজ্ঞাপনদাতা সিরিজের অংশ। সেখান থেকে তিনি নিউক্যাসল আপন টাইনে চলে আসেন[3] এবং থমসন আঞ্চলিক সংবাদপত্রের জন্য দ্য সানডে সান এবং নিউক্যাসল জার্নালের পাশাপাশি ওয়েস্টমিনস্টার প্রেস গ্রুপের অংশ নর্দার্ন ইকোতে কাজ করেন। তিনি লন্ডন কলেজ অফ প্রিন্টিংয়ে পড়েন। একজন সাংবাদিক হিসাবে, তিনি দ্য সানডে টাইমস, দ্য ইন্ডিপেনডেন্ট অন সানডে, দ্য অবজারভার, ডেইলি মিরর এবং দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড দ্বারা নিযুক্ত ছিলেন। তিনি রবিবার ওয়েলসের উপ-সম্পাদক এবং ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং সানডে এক্সপ্রেস যখন তাকে 9/11-এর পর আফগানিস্তানে পাঠায় তখন চিফ রিপোর্ট

ইভন রিডলি
২০০৯-তে রিডলি
জন্ম (1958-04-23) ২৩ এপ্রিল ১৯৫৮ (বয়স ৬৫)
জাতীয়তাব্রিটিশ
পেশাসাংবাদিক
ওয়েবসাইটhttp://www.yvonneridley.org

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Yvonne Ridley: captured by Islam"Emel। জানুয়ারি ২০০৪। 

লিখিত গ্রন্থের তালিকা সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা