ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল

(য়ামাগুচি প্রশাসনিক অঞ্চল থেকে পুনর্নির্দেশিত)

ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল (山口県? ইয়ামাগুচি কেন্‌) হল জাপানের মূল দ্বীপ হোনশুর চুউগোকু অঞ্চলে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল[১] এর রাজধানী ইয়ামাগুচি নগর[২] এবং বৃহত্তম নগর শিমোনোসেকি।

ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল
山口県
প্রশাসনিক অঞ্চল
জাপানি প্রতিলিপি
 • জাপানি山口県
 • রোমাজিYamaguchi-ken
ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল পতাকা
পতাকা
ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল অফিসিয়াল লোগো
ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চলের প্রতীক
ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল অবস্থান
দেশজাপান
অঞ্চলচুউগোকু
দ্বীপহোনশু
রাজধানীইয়ামাগুচি
আয়তন
 • মোট৬,১১০.৯৪ বর্গকিমি (২,৩৫৯.৪৫ বর্গমাইল)
এলাকার ক্রম২২শ
জনসংখ্যা (১লা মে ২০১১)
 • মোট১৪,৪৫,৭০২
 • ক্রম২৫শ
 • জনঘনত্ব২৩৬.৫৮/বর্গকিমি (৬১২.৭/বর্গমাইল)
আইএসও ৩১৬৬ কোডJP-35
জেলা
পৌরসভা১৯
ফুলনাৎসুমিকান ফুল (সাইট্রাস নাৎসুদাইদাই)
গাছলাল পাইন (পাইনাস ডেন্সিফ্লোরা)
পাখিঝুঁটিওয়ালা সারস (গ্রুস মোনাকা)
মাছতাকিফুগু রাব্রাইপ্‌স (টেট্রাওডন্টিডি)
ওয়েবসাইটwww.pref.yamaguchi.lg.jp/foreign/english/index.html

ইতিহাসসম্পাদনা

মেইজি পুনর্গঠনের আগে অবধি ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল, সুও ও নাগাতো প্রদেশে বিভক্ত ছিল।[৩] হেইয়ানকামাকুরা যুগে (৭৯৪-১৩৩৩ খ্রিঃ) সামুরাই শ্রেণীর উত্থানের সময় সুও প্রদেশের ঔচি পরিবার এবং নাগাতো প্রদেশের কোতো পরিবার যোদ্ধা গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করে। মুরোমাচি যুগে ঔচি হিরোয়ো সম্পূর্ণ ইয়ামাগুচি অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। কোরিয়াচীনের মিং রাজবংশের সাথে বাণিজ্যের মাধ্যমে ঔচি পরিবার প্রভূত ধনলাভ করে। ফলে ইয়ামাগুচিকে “পশ্চিমের কিয়োতো” বলে ডাকা হতে শুরু করে। সুয়ে হারুতাকা, ঔচি পরিবারের ৩১ তম শাসককে পরাস্ত করেন এবং মোরি মোতোনারি, সুয়ে পরিবারকে পরাস্ত করেন। সেন্‌গোকু যুগে ইয়ামাগুচি অঞ্চল মোরি পরিবারের শাসনাধীন ছিল। ১৬০০ খ্রিঃ সেকিগাহারার যুদ্ধে পরাজয়ের ফলে মোরি তেরুমোতো কেবলমাত্র সুও ও নাগাতো ছাড়া সমস্ত অঞ্চলের অধিকার হারান। এর পর হাগিতে নিজের দুর্গ নির্মাণ করে মোরি পরিবার নুন, ভাত ও কাগজ এই তিন সাদা জিনিসের উৎপাদন বৃদ্ধি করে স্থানীয় অর্থনীতির উন্নয়নে সচেষ্ট হন।

মেইজি যুগের আরম্ভে তোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন ও সম্রাটের ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠায় নাগাতো অঞ্চলের সামুরাইদের বড় ভূমিকা ছিল। ১৮৭২ খ্রিঃ বর্তমান ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চল গঠিত হয়। এই সময় থেকেই ক্রমে শিল্পায়নের সূত্রপাত হয় এবং তাইশো যুগে (১৯১২-১৯২৬ খ্রিঃ) জাহাজ নির্মাণ, রাসায়নিক, যন্ত্রাংশ নির্মাণ ও ধাতুনির্ভর শিল্পের উৎকর্ষসাধন হয়। যুদ্ধোত্তর শোওয়া যুগে ইয়ামাগুচি দেশের অন্যতম সর্বাধিক শিল্পায়িত প্রশাসনিক অঞ্চলে পরিণত হয়; এর পিছনে বিশেষত পেট্রো-রসায়ন শিল্পের ভূমিকা থেকেছে।[৪]

ভূগোলসম্পাদনা

ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চলের পূর্বে শিমানেহিরোশিমা প্রশাসনিক অঞ্চল, উত্তর ও উত্তর-পশ্চিমে জাপান সাগর এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে সেতো অন্তর্দেশীয় সাগরের উপকূল বর্তমান। এর মধ্যভাগ বরাবর বিস্তৃত চুউগোকু পর্বতমালা, এবং নদী থাকলেও উপকূলে সমভূমি তেমনভাবে দেখা যায় না।

২০১২ এর এপ্রিল মাসের হিসেব অনুযায়ী ইয়ামাগুচি প্রশাসনিক অঞ্চলের ৭ শতাংশ এলাকা সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে সেতোনাইকাই জাতীয় উদ্যান; আকিয়োশিদাই, কিতা-নাগানো কাইগান ও নিশি-চুউগোকু সাঞ্চি উপ-জাতীয় উদ্যান এবং তোয়োতা প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।[৫]

পর্যটনসম্পাদনা

ইয়ামাগুচির দ্রষ্টব্য স্থানের মধ্যে আছে শিমোনোসেকি নগরের কারাতো বাজার ও ৎসুনোশিমা দ্বীপ, ইওয়াকুনি শহরের কিন্তাই সেতু, উত্তরাঞ্চলের ঐতিহাসিক হাগি নগর[৬] ও হাগি জাদুঘর এবং কাওয়াতানা উষ্ণ প্রস্রবণ।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Nussbaum, Louis-Frédéric. (2005). "Yamaguchi-ken" in গুগল বইয়ে Japan Encyclopedia, pp. 1039-1040, পৃ. 1039,; "Chūgoku" at গুগল বইয়ে p. 127, পৃ. 127,.
  2. Nussbaum, "Yamaguchi" at গুগল বইয়ে p. 1039, পৃ. 1039,.
  3. Nussbaum, "Provinces and prefectures" in গুগল বইয়ে p. 780, পৃ. 780,.
  4. "The History of Yamaguchi Prefecture"। ১৯ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৬ 
  5. "General overview of area figures for Natural Parks by prefecture" (পিডিএফ)Ministry of the Environment। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১২ 
  6. "HAGI Sightseeing Guide"Burari HAGI aruki_HAGI Sightseeing Guide। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-৩১