যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের যশোর জেলায় উত্তরে শেখহাটি গ্রামে নিউ টাউনের কাছে অবস্থিত একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এটি মোট ১৫ একর জমির উপর নির্মিত হয়েছে।
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৬৪ইং |
অধিভুক্তি | বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৪২+ জন |
শিক্ষার্থী | ৩০০০+ জন |
অবস্থান | , ২৩°১০′৩১″ উত্তর ৮৯°১৩′০২″ পূর্ব / ২৩.১৭৫২০২° উত্তর ৮৯.২১৭৩০৮° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে।(১৫ একর) |
সংক্ষিপ্ত নাম | JPI (ইংরেজি) য.প.ই(বাংলা) |
ওয়েবসাইট | jpi.edu.bd |
ইতিহাস
সম্পাদনা১৯৬৪ সালে ১৫ একর জমির ওপর এটি প্রতিষ্ঠিত হয়।[১] শুরুতে সিভিল এবং পাওয়ার এই দুইটি কারিগিরি বিষয় পড়ানোর ব্যবস্থা থাকলেও ১৯৬৯-৭০ সালে মেকানিক্যাল, টেকনোলজি বিষয়ে পাঠদান চালু হয়। পরবর্তীতে এর সাথে যোগ হয় ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক, কম্পিউটার ও টেলিকমিউনিকেশন টেকনোলজি।[২]
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ১৯৬৪-৬৫ খ্রিষ্টাব্দে প্রথম বর্ষে ৮৩ জন ছাত্র ছিল।[১] বর্তমানে ০৭ (সাত) টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফট সহ শিক্ষার্থীর সংখ্যা ২৬৮৮ এবং বর্তমান কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ১৪২ জন।
প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য দুটটি পৃথক হোস্টেল আছে।
বিভাগ সমূহ
সম্পাদনাহোস্টেল
সম্পাদনা- শহীদ অধ্যক্ষ সুলতান উদ্দিন ছাত্রাবাস। (বর্তমান বন্ধ আছে।)
- কপোতাক্ষ ছাত্রীনিবাস।
সহযোগী সংগঠন
সম্পাদনা- যশোর পলিটেকনিক প্রাক্তণী, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট-এর একটি সহযোগী সংগঠন। ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই সংগঠন বেশ ভূমিকা রাখে[৩]
। এর প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী।[৪] এর অস্থায়ী প্রধান কার্যলয় বর্তমান ঢাকাতে অবস্থিত।[৫]
- জেপিআই ব্লাড ব্যাংক
- রোভার স্কাউট
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "যশোর পলিটেকনিক ইন্স:"। যশোর ইনফো। ১৫ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৫।
- ↑ যশোর পলিকেটনিক ইনস্টিটিউট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১ এপ্রিল ২০১৯ তারিখে বিভাগসমূহ
- ↑ "যশোর পলিটেকনিক প্রাক্তণী: যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন"। দৈনিক গ্রামের কাগজ। ২৬ জানুয়ারি ২০১৭। ১৬ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭।
- ↑ "যশোর পলিটেকনিক প্রাক্তণী: যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সেজেছে বিভিন্ন সাজে"। Worldbdnews.com। ২৬ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "যশোর পলিটেকনিক প্রাক্তণী: যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এর "৫০ বছর পূর্তি উদ্যাপন ও মিলন মেলা-২০১৫""। ekattornews.com। ১৪ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]