যদু ভট্ট (চলচ্চিত্র)

যদু ভট্ট নীরেন লাহিড়ী পরিচালিত ১৯৫৪ সালের বাংলা ভাষার ভারতীয় সঙ্গীতধর্মী চলচ্চিত্র। এর কাহিনী ও চিত্রনাট্য রচনা করেন নিতাই ভট্টাচার্য। এতে নাম ভূমিকায় অভিনয় করেন বসন্ত চৌধুরী এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ছবি বিশ্বাস, অজিত প্রকাশ, নীতিশ মুখোপাধ্যায়। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেন জ্ঞানপ্রকাশ ঘোষ[]

যদু ভট্ট
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকনীরেন লাহিড়ী
চিত্রনাট্যকারনিতাই ভট্টাচার্য
কাহিনিকারনিতাই ভট্টাচার্য
শ্রেষ্ঠাংশে
সুরকারজ্ঞানপ্রকাশ ঘোষ
চিত্রগ্রাহকবিজয় ঘোষ
সম্পাদকসন্তোষ গঙ্গোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
সানরাইজ ফিল্মস
পরিবেশকনন্দন পিকচার্স লিমিটেড
মুক্তি
  • ৩ ডিসেম্বর ১৯৫৪ (1954-12-03)
দেশভারত
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৫৪ সালের ৩রা ডিসেম্বর মুক্তি পায়।[] এটি ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ বাংলা ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য যোগ্যতার সনদ বিভাগে পুরস্কৃত হয়।[]

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • বসন্ত চৌধুরী - যদুভট্ট
    • সমর কুমার - বালক যদুভট্ট
  • ছবি বিশ্বাস - গঙ্গাধর চক্রবর্তী
  • অজিত প্রকাশ - রাম শঙ্কর ভট্টাচার্য্য
  • নীতিশ মুখোপাধ্যায় - আলি বক্স
  • প্রশান্ত কুমার - শব্বীর খাঁ
  • রঞ্জন মুখোপাধ্যায় - কাশেম আলি
  • ব্রতীন ঠাকুর - মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর
  • রবীন্দ্রনাথ ঠাকুর - বালক রবীন্দ্রনাথ
  • তুলসী চক্রবর্তী - যাত্রা অধিকারী
  • অনুভা গুপ্তা - ঝিন্নান
  • যমুনা সিংহ - রাবেয়া
  • রাণী বন্দ্যোপাধ্যায় - রতন বাঈ
  • অপর্ণা দেবী - বেগম সাহেবা

সঙ্গীত

সম্পাদনা

যদু ভট্ট চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন জ্ঞানপ্রকাশ ঘোষ। গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, মীরাবাঈ, যদুভট্ট, ও গৌরীপ্রসন্ন মজুমদার। গানে কণ্ঠ দেন রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মৈনুদ্দিন ডাগর, তারাপদ চক্রবর্তী, এ টি কানন, পণ্ডিত মণিরাম, সুখেন্দু গোস্বামী, পণ্ডিত জয়স্রাজ, প্রশান্ত কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ও প্রসূন বন্দ্যোপাধ্যায়

পুরস্কার

সম্পাদনা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "চিত্র বিবরণ - যদুভট্ট"বেঙ্গল ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪ 
  2. "যদুভট্ট (১৯৫৪)"বাংলাসিনেমা১০০। তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪ 
  3. "2nd National Film Awards" (পিডিএফ)। ১৬ মার্চ ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা