যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট

যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে যক্ষ্মা হাসপাতাল হিসাবে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে পরিচালিত হতে থাকে।[২]

যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট
গঠিত১৯৫৩; ৭১ বছর আগে (1953)
ধরনসরকারি
আইনি অবস্থাবিশেষায়িত রোগ-গবেষণা প্রতিষ্ঠান
উদ্দেশ্যযক্ষ্মা রোগ সংক্রান্ত চিকিৎসা ও গবেষণা
অবস্থান
  • ঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
তত্ত্বাবধায়ক
মো. মোসাদ্দেক[১]
স্টাফ
৯ জন ডাক্তার
২ জন নার্স
৭ জন স্বাস্থ্যকর্মী

ইতিহাস সম্পাদনা

এই প্রতিষ্ঠানটি ১৯৫৩ সালে যক্ষ্মা হাসপাতাল হিসাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমানঃ বাংলাদেশ) ঢাকার চাঁনখাঁরপুল এলাকায় স্থাপন করা হয়।[৩]

অবকাঠামো ও ব্যবস্থাপনা সম্পাদনা

এই প্রতিষ্ঠানটিতে একজন তত্ত্বাবধায়কের অধীনে ৯ জন পূর্ণকালীন ডাক্তারের সাথে ২ জন নার্স ও ৭ জন স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন।[২]

সেবাদান সম্পাদনা

এখানে যক্ষ্মা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও বিশেষজ্ঞ সেবা প্রদানের পাশাপাশি প্যাথোলজিক্যাল ও এক্স-রেও করা হয়।[২] প্রতিদিন প্রায় ২৫০ জন রোগী এখান থেকে সেবা গ্রহণ করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস"দৈনিক প্রথমআলো অনলাইন। ৩০ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. মুন্নী, তানজিনা খান (জানুয়ারি ২০০৩)। "যক্ষ্মা নিরাময় ও নিয়ন্ত্রণ প্রশিক্ষণ ইনস্টিটিউট"। সিরাজুল ইসলাম[[বাংলাপিডিয়া]]ঢাকা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশআইএসবিএন 984-32-0576-6। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  3. "ভিন্ন ভিন্ন রোগের জন্য ভিন্ন ভিন্ন হাসপাতাল"মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা