ম্যাসিডনের ক্রাতেরোস

ক্রাতেরোস (গ্রিক: Κρατερός) বা ক্রাতেউয়াস (গ্রিক: Κρατεύας) ম্যাসিডনের রাজা ছিলেন।

ক্রাতেরোস
ম্যাসিডনের রাজা
রাজত্ব৩৯৯ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম আর্কেলাওস
উত্তরসূরিওরেস্তেস
ধর্মপ্রাচীন গ্রিক ধর্ম

হত্যা ও সিংহাসনলাভ সম্পাদনা

প্রাচীন যুগের রোমান লেখক ক্লদিয়াস এলিয়ানসের মতে, ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে একটি শিকারের সময় ম্যাসিডন রাজসভার এক সদস্য ক্রাতেরোসের হাতে প্রথম আর্কেলাওসের মৃত্যু ঘটে। এই হত্যাকাণ্ড সম্বন্ধে বিভিন্ন বয়ান পাওয়া যায়। নিজ কন্যাকে ক্রাতেরোসের সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করায় ক্রাতেরোস তাকে হত্যা করেন বলে এলিয়ানস মত প্রকাশ করেছেন।[১] দায়াদোরাস সিক্যুলাসের মতে, এই হত্যা দুর্ঘটনাবশতঃ ঘটেছিল।[২] ঊনবিংশ শতাব্দীর গ্রিক ঐতিহাসিক কনস্তান্তিনোস প্যাপাররিগোপোলোসের মতে, দেকামনিকোস নামক এক ম্যাসিডোনিয় সভাসদ এই হত্যার সঙ্গে যুক্ত ছিলেন। কোন এক সময়, কবি ইউরিপিদিসকে অপমান করায় ক্রুদ্ধ প্রথম আর্কেলাওস দেকামনিকোস চাবুকের প্রহারের শাস্তি ধার্য্য করেন। অপমানিত দেকামনিকোস এই ঘটনা মনে রেখে কয়েক বছর পরে আর্কেলাওসকে হত্যায় সাহায্য করে এর প্রতিশোধ নেন।[৩] অ্যারিস্টটলের বয়ান অনুযায়ী, প্রথম আর্কেলাওস তাকে যৌন হেনস্থা করায় অপমানিত ক্রাতেরোস তার দুই সঙ্গী দেকামনিকোস ও হেল্লানোক্রাতেসের সঙ্গে মিলিত ভাবে তাকে হত্যা করেন।

প্রথম আর্কেলাওসকে হত্যার পর মাত্র কয়েক দিনের জন্যই ক্রাতেরোস ম্যাসিডনের সিংহাসনে আসীন থাকতে সক্ষম হন। প্রথম আর্কেলাওসের দুই পুত্র ওরেস্তেসদ্বিতীয় আর্কেলাওস রাজ্যভার গ্রহণ করলে ক্রাতেরোস বিতাড়িত হন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Aelian. Varia Historia, Translated by Nigel G. Wilson as Historical Miscellany. 1997. Loeb Classical Library. আইএসবিএন ৯৭৮-০-৬৭৪-৯৯৫৩৫-২
  2. Siculus, Diodorus (১৯৩৫)। Library of History: Loeb Classical Library। Cambridge, MA.: Harvard University Press।  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  3. Paparrigopoulos, Constantine। History of the Hellenic nation, 6 volumes, 1860-1877। Athens: N. G. Passari। 
  4. Robert Malcolm Errington: Geschichte Makedoniens. Von den Anfängen bis zum Untergang des Königreiches. Beck, München 1986, আইএসবিএন ৩-৪০৬-৩১৪১২-০, S. 34 mit Anm. 3 u. 4. (জার্মান)
ম্যাসিডনের ক্রাতেরোস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম আর্কেলাওস
ম্যাসিডনের রাজা
৩৯৯ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
ওরেস্তেস