মৌ এর বাড়ি

বাংলা টেলিভিশন ধারাবাহিক

মৌ এর বাড়ি একটি বাংলা ভাষার টেলিভিশন ধারাবাহিক, যা ২০২১ সালের ৩০শে আগস্ট থেকে কালার্স বাংলায় প্রতিদিন সন্ধ‍্যে ৬.৩০ টায় প্রচারিত হওয়া শুরু হয়েছে। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এতে অভিষেক বীর শর্মা ও অদ্রিজা রায়[১] প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এতে সপ্তর্ষী রায়, কল‍্যানী মন্ডল, সুজন নীল মুখোপাধ্যায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন। এই ধারাবাহিকের প্রথম পর্বের কিছু অংশ দার্জিলিং এ শুটিং করা হয়েছে।[২][৩]

মৌ এর বাড়ি
ধরননাটক
রোম্যান্স
নির্মাতাসুরিন্দর ফিল্মস
লেখকঅশ্রুনু মৈত্র
পরিচালকগোপাল চক্রবর্তী
সৃজনশীল পরিচালকনৈঋতা দত্ত
অভিনয়েঅভিষেক বীর শর্মা
অদ্রিজা রায়
উদ্বোধনী সঙ্গীতঅনুপম রায়
মূল দেশভারত
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা400
নির্মাণ
নির্বাহী প্রযোজকতর্পণা বিশ্বাস
চিত্রগ্রাহককিরনময় ভূঞ‍্যা
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স বাংলা
মূল মুক্তির তারিখ৩০ আগস্ট ২০২১ –
বর্তমান

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

এটি একটি আকর্ষণীয় গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা একটি বিষয়কে তুলে ধরে যে একটি মেয়ে তার পরিবারের বোঝা নয় । বিয়ের পরেও তারা পিতামাতার যত্ন নিতে পারে । যা প্রচলিত বিশ্বাস যে পুত্রের পিতামাতার দেখাশোনা করা কর্তব্যের থেকে আলাদা কথা বলে।[৪][৫]

অভিনয়ে সম্পাদনা

চরিত্র অভিনয়শিল্পী
রূপম গঙ্গোপাধ্যায় অভিষেক বীর শর্মা
মৌবনী সেন (মৌ) অদ্রিজা রায়
মহিতোষ সেন সুজন নীল মুখোপাধ্যায়
রূপমের ঠাকুমা কল‍্যানী মন্ডল
রূপমের বাবা সপ্তর্ষী রায়
রূপমের মা ট্রামিলা ভট্টাচার্য্য
যামিনী ঈশানী বন্দ্যোপাধ্যায়
রুপমের বৌমনি মেঘনার চরিত্রে আঁখি রায়
রূপমের কাকা সৌরভ চক্রবর্তী
রূপমের কাকিমা রিয়াঙ্কা দাসগুপ্ত
রূপমের বড়ো জামাইবাবু রাজেশ এর চরিত্রে কৌশিক দাস
রূপমের ছোটো জামাইবাবু তুহিন রিক্তিক পুরোকায়েত
পলাশের মা সুকুমারীর চরিত্রে ময়না বন্দ্যোপাধ্যায়
পলাশের চরিত্রে বিপুল পাত্র
দিগন্ত বাগচী

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ছোট পর্দায় কামব্যাক করছেন অদ্রিজা, সৌজন্যে 'মৌ এর বাড়ি'"Hindustantimes Bangla। ২০২১-০৭-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  2. "সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে আসছে ধারাবাহিক 'মৌ-এর বাড়ি', নাম ভূমিকায় অদ্রিজা"Hindustantimes Bangla। ২০২১-০৭-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  3. "চারটি নতুন ধারাবাহিক, থাকছে রিয়ালিটি শো- নতুন চমক বাংলা টেলিভিশন চ্যানেলে"Hindustantimes Bangla। ২০২১-০৭-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  4. "'Mou er Bari' to premiere on August 30 - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮ 
  5. "mou er bari News, mou er bari News in Bengali, mou er bari বাংলা ভাষায় খবর, mou er bari বাংলা নিউস – HT Bangla"Hindustantimes Bangla। সংগ্রহের তারিখ ২০২১-০৯-০৮