মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি
বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি সমিতি
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির একটি। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় ০৪টি জোনাল অফিস, ০১টি সাব-জোনাল অফিস এবং ২৫টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি নিবন্ধিত হয় ২১ জুন, ২০১৭ সালে। [১][২]
মৌলভীবাজার পবিস | |
![]() প্রাতিষ্ঠানিক লোগো | |
নীতিবাক্য | সমৃদ্ধি আনবো সবার |
---|---|
গঠিত | ২১ জুন ২০১৭ |
ধরন | সরকারি |
আইনি অবস্থা | সক্রিয় |
পেশাগত উপাধি | পল্লী বিদ্যুৎ সমিতি |
সদরদপ্তর | শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার |
যে অঞ্চলে | মৌলভীবাজার জেলা |
পরিষেবা | বিদ্যুৎ |
দাপ্তরিক ভাষা | বাংলা ও ইংরেজি |
অনুমোদন | বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড |
ওয়েবসাইট | http://pbs.moulvibazar.gov.bd/ |
ইতিহাসসম্পাদনা
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর যাত্রা শুরু হয় ২০১৭ সালে। এ সমিতির অধীনে ৭টি উপজেলা, ২১টি ইউনিয়ন ও ১৯৮৮টি গ্রাম রয়েছে। এর সদর দপ্তর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত।[১]
জোনাল অফিসসমূহসম্পাদনা
এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিসগুলো হচ্ছে:
- কমলগঞ্জ জোনাল অফিস
- বরলেখা জোনাল অফিস
- মৌলভীবাজার জোনাল অফিস
- রাজসগর জোনাল অফিস।[১]
সাব জোনাল অফিসসম্পাদনা
১টি : কুলাউউড়া সাব জোনাল অফিস।[১]
গ্রাহক সংখ্যাসম্পাদনা
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাড়ে ৩,৮২,৪৮৯ জন আবাসিক গ্রাহক রয়েছে।[১]
অন্যান্য তথ্যসম্পাদনা
- মোট আয়তন: ২৮০০ বর্গ কিলোমিটার
- সিস্টেম লস: ১০.১৮% (জুন, ২০২২ পর্যন্ত)
- উপকেন্দ্রের সংখ্যা: ১৭টি
- মোট নির্মিত লাইন: ৯৩২০.৯৯৭ কিলোমিটার।[১]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ চ "মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি"। pbs.moulvibazar.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০২।
- ↑ "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"। reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৮।