মৌলভি (আরবি: مولوی) হল ইসলামি ধর্মীয় পন্ডিতদের তথা আলেমদের ক্ষেত্রে ব্যবহৃত একটি সম্মানসূচক উপাধি। এটি মাওলানা, মোল্লাশেখ উপাধিগুলোর সমপর্যায়ের। ইরান, আফগানিস্তান, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ইত্যাদি অঞ্চলজুড়ে এর ব্যবহার দেখা যায়।

Habib Umar with Imam Zaid Shakir in Oakland, CA during US Tour in 2011

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা