মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন

মৌরিতানিয়ার ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন (আরবি: اتحاد الجمهورية الإسلامية الموريتانية كرة القدم; ফরাসি: Fédération de Football de la République Islamique de Mauritanie, ইংরেজি: Football Federation of the Islamic Republic of Mauritania; এছাড়াও সংক্ষেপে এফএফআরআইএম নামে পরিচিত) হচ্ছে মৌরিতানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[৩] এই সংস্থাটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯৭৬ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর মৌরিতানিয়ার রাজধানী নুওয়াকশুতে অবস্থিত।

মৌরিতানিয়া ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬১; ৬৩ বছর আগে (1961)[১][২]
সদর দপ্তরনুওয়াকশুত, মৌরিতানিয়া
ফিফা অধিভুক্তি১৯৭০[১]
ক্যাফ অধিভুক্তি১৯৭৪ (অস্থায়ী সদস্য)
১৯৭৬[২]
সভাপতিমৌরিতানিয়া আহমেদ ইয়াহিয়া
সহ-সভাপতি
  • মৌরিতানিয়া মাসা দিয়ারা
  • মৌরিতানিয়া পাপা জিদ্দু
  • মৌরিতানিয়া মুসা আল মুলুদ
  • মৌরিতানিয়া বুবাকার আলেফা
ওয়েবসাইটwww.ffrim.org

এই সংস্থাটি মৌরিতানিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লীগ ১ মৌরিতানিয়া, মৌরিতানীয় প্রেসিডেন্ট'স কাপ এবং মৌরিতানীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে মৌরিতানিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আহমেদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আহমেদু বৈরিক।

কর্মকর্তা সম্পাদনা

২০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি আহমেদ ইয়াহিয়া
সহ-সভাপতি মাসা দিয়ারা
পাপা জিদ্দু
মুসা আল মুলুদ
বুবাকার আলেফা
সাধারণ সম্পাদক আহমেদু বৈরিক
কোষাধ্যক্ষ বুবাকার আলেফা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক ব্রাহিম সু
প্রযুক্তিগত পরিচালক লুইস সাস্ত্রে
ফুটসাল সমন্বয়কারী আব্দুল হাই ইদুমু
জাতীয় দলের কোচ (পুরুষ) কোরেন্তিন মার্তিন্স
জাতীয় দলের কোচ (নারী) আব্দুলায়ে দিয়ালো
রেফারি সমন্বয়কারী রাশিদ মেজিবা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০ 
  2. CAF and FIFA, 50 years of African football - the DVD, 2009
  3. Omar Almasri। "Mauritania's big football plans - Football"। Al Jazeera English। সংগ্রহের তারিখ ২০১৩-১২-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা