মৌনী রায়
মৌনী রায় (জন্ম: ২৮ সেপ্টেম্বর, ১৯৮৫)[৩] হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল। তিনি কালারসে সম্প্রচারিত নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন।[৪][৫] এছাড়াও তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশকে মীরা চরিত্রে অভিনয় করেছেন।[৬] ২০১৪ সালে, তিনি ঝলক দিখলা যায় একজন প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা করেছেন। তিনি হচ্ছেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী।[৭]
মৌনী রায় | |
---|---|
জন্ম | [১] | ২৮ সেপ্টেম্বর ১৯৮৫
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | মিরান্ডা হাউস দিল্লি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া |
পেশা | |
কর্মজীবন | ২০০৭–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সুরাজ নাম্বিয়ার বি.২০২২ |
মুনি রায় ২৭ জানুয়ারি ২০২২ পশ্চিমবঙ্গের বিখ্যাত ব্যাবসায়ি সুরাজ নাম্বিয়ার কে পারিবারিক ভাবে বিয়ে করেন
প্রারম্ভিক জীবন এবং কর্মজীবন
সম্পাদনামৌনী রায় জন্মগ্রহণ করেন ২৮ শে সেপ্টেম্বর ১৯৮৫ সালে পশ্চিমবঙ্গের কোচবিহারের এক বাঙালি পরিবারে। তার পিতামহ, শেখর চন্দ্র রায় একজন সুপরিচিত জাতীয় থিয়েটার শিল্পী ছিলেন। তার মা মুক্তি থিয়েটার শিল্পী হলেও তার বাবা অনিল রায় কোচবিহার জেলা পরিষদের অফিসের সুপারিনটেনডেন্ট। কোচবিহারের বাবুরহাটে কেন্দ্রীয় বিদ্যালয়ে ১২ তম শ্রেণি পর্যন্ত পড়তেন এবং তারপর দিল্লি যান। তিনি তার বাবা-মায়ের আস্থা নিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগে ভর্তি হন, কিন্তু কোর্সের মাঝে তা ছেড়ে দিয়ে চলে যান এবং মুম্বইতে গিয়ে তার ভাগ্য চলচ্চিত্রে দেখার চেষ্টা করেন। তিনি তার পরীক্ষার ১ম অংশ সমাপ্ত করেন এবং পরে আর দিল্লি ফিরেননি।
রায় তার কর্মজীবন শুরু করেন ২০০৭ সালে নাটক কিউকী সাস ভি কাভি বাহু থি এ।এতে ছিলেন পুলকিত সম্রাট। এরপর তিনি জারা নাচকে দিখাও তে কারিশমা তান্না ও জেনিফার উইংগেটের সাথে প্রথম সেশন জিতে নেন। তারপর কস্তুুরি সিরিজে তাকে শিবানী রুপে দেখা যায়। ২০০৯ সালে, রায় পতি পত্নী ওর তে গৌরব চোপড়ার সাথে, ২০১০ সালে অংশগ্রহণ করেন, তিনি দো সাহেলিয়া তে রুপ হিসেবে অভিনয় করেন।
সাফল্য
সম্পাদনা২০১২ থেকে ২০১৪ পর্যন্ত লাইফ ওকে'র দেব কি দেব মহাদেব এ সতীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। ২০১৩ সালে ২০১৪ সালে তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশক এ আদিত্য রেদজির বিপরীতে অভিনয় করেন। ২০১৪ সালে, তিনি কালারস র ঝালক ডিখ লাজাতে নৃত্য প্রদর্শনীতে অংশ নেন। তিনি সম্পূর্ণ ১৪ সপ্তাহের জন্যে এতে টিকে ছিলেন ও ফাইনালিস্ত হিসেবে শেষ করেছেন।
২০১৫ সালে টেলিভিশনে ফিরে আসেন একতা কাপুরের অতিপ্রাকৃত সিরিজ নাগিন এ শিবানীর ভূমিকায়ই।এতে অভিনয় করেছেন অর্জুন বিজয়লানি এবং আদা খান। তিনি বক্স ক্রিকেট লীগএ মুম্বই টাইগারদের খেলোয়াড়দের একজন। তিনি এন্ড টিভিতে নৃত্যশিল্পী শো ইউ কান থিঙ্ক ইউ ডান্সউপস্থাপন করেন রিথভিক ধানজানির সাথে। রায় নাগিনের সিজন ২ তেও একটি ডবল ভূমিকা পালন করেন। এর আগে, তিনি নিশ্চিত করেছিলেন যে তিনি নাগিনের তৃতীয় সিজনের প্রধান চরিত্রে থাকবেন। বলিউডের চলচ্চিত্রের ব্যস্ত সময়সূচীর কারণে তিনি অংশ নেন নি।
বর্তমানে মৌনী রায় "ব্রহ্মাস্ত্র" ছবির শুটিং এ ব্যস্ত আছেন।এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অমিতাভ বচ্চন,আলিয়া ভাট সহ আরো অনেকে। এছাড়াও তিনি "গোল্ড"মুভিতে অক্ষয় কুমার এর বিপরিতে অভিনয় করেছেন।ছবিতে তার চরিত্রের নাম মিস মনবীণা সেন।
মৌনী রায় রোমিও আকবর ওয়ালেট সিনেমাতে অভিনয় করেছেন জন আব্রাহামের সাথে।[৮]
নাটক
সম্পাদনা- ২০০৭-০৮ কিউকী সাস ভি কাভি বাহু থি-কৃষ্ণ তুলসী
- ২০০৮ জারা নচকে দিখা -প্রতিযোগী
- ২০০৮ কস্তুরি - শিবানী
- ২০০৯ পাতি পাটনি আওর ওহহ-প্রতিযোগী
- ২০১১–১৪ দেব কি দেব মহাদেব - সতী
- ২০১২–১৩ জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশক
- ২০১৪- ঝালক দিখলা জা ৭
- ২০১৫ - নাগিন - শিবন্যা / শিবাঙ্গী
চলচ্চিত্র তালিকা
সম্পাদনা- মেড ইন চায়না (২০১৯)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mouni Roy's birthday celebration"। Lehren। Times of India। ২৯ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬।
- ↑ Agarwal, Stuti (৩ সেপ্টেম্বর ২০১৩)। "Mouni Roy and Mohit Raina approached for Nach Baliye 6"। Times of India। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৩।
- ↑ "WATCH: Mouni Roy celebrates birthday with boyfriend Mohit Raina and Naagin co-actors"। Times Of India। ২৮ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।
- ↑ Tejashree Bhopatkar (৫ সেপ্টেম্বর ২০১৪)। "Teacher's Day: Smriti Irani was Mouni Roy's teacher!"। The Times of India। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৬।
- ↑ Naithani, Priyanka (৭ মার্চ ২০১৩)। "Mohit Raina dating Mouni Roy?"। Times of India। সংগ্রহের তারিখ ২৭ মে ২০১৪।
- ↑ Maheshwri, Neha (৮ জুন ২০১৩)। "Mouni Roy bereaved"। Times of India। ১৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৩।
- ↑ Hegde, Rajul (১২ জুন ২০১৪)। "'I hope Jhalak Dhikhhla Jaa increases my fan base'"। Rediff। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২১।
- ↑ "John Abraham and Mouni Roy launch the trailer of 'RAW - Romeo Akbar Walter'"। Mumbai Live (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৮।
বহিঃসংযোগ
সম্পাদনাইন্টারনেট মুভি ডেটাবেজে মৌনী রায় (ইংরেজি)