মোহাম্মদ ফৈয়াজ খান
মোহাম্মদ ফৈয়াজ খান একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) সাবেক উপ-উপাচার্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপাচার্য।[১]
অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান | |
---|---|
উপাচার্য | |
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি | |
কাজের মেয়াদ ১ জুলাই ২০২০ – ৩০ জুন ২০২৪ | |
পূর্বসূরী | মো. আবু সালেহ |
উত্তরসূরী | এ বি এম শওকত আলী |
ব্যক্তিগত বিবরণ | |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
শিক্ষাজীবন
সম্পাদনাতিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ থেকে ১৯৭৪ সালে বিএসসি (স্নাতক) ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২]
কর্মজীবন
সম্পাদনাফৈয়াজ খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। চার দশকের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি বিইউবিটির প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপ-উপাচার্য এবং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪]
পুরস্কার
সম্পাদনাতিনি আই-ট্রিপল-ই বেস্ট পেপার (যুক্তরাষ্ট্র, ১৯৯৪) সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বিইউবিটির নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"। বণিক বার্তা। ২ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
- ↑ "বিইউবিটি'র নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"। ক্যাম্পাসলাইভ২৪.কম। ১ জুলাই ২০২০। ২৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
- ↑ "বিইউবিটির নয়া ভিসি ড. মোহাম্মদ ফৈয়াজ খান"। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।
- ↑ ক খ "বিইউবিটি'র নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"। বাংলাদেশ প্রতিদিন। ২ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১।