মোহাম্মদ ফৈয়াজ খান

বাংলাদেশী শিক্ষাবিদ

মোহাম্মদ ফৈয়াজ খান একজন বাংলাদেশী অধ্যাপক। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) সাবেক উপ-উপাচার্য এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সাবেক উপাচার্য।[]

অধ্যাপক ড.
মোহাম্মদ ফৈয়াজ খান
উপাচার্য
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি
কাজের মেয়াদ
১ জুলাই ২০২০ – ৩০ জুন ২০২৪
পূর্বসূরীমো. আবু সালেহ
উত্তরসূরীএ বি এম শওকত আলী
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

শিক্ষাজীবন

সম্পাদনা

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ থেকে ১৯৭৪ সালে বিএসসি (স্নাতক) ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৮ সালে বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

ফৈয়াজ খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। চার দশকের বেশি সময় ধরে শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক কাজে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি বিইউবিটির প্রকৌশল ও ফলিত বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ ফৈয়াজ খান গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) উপ-উপাচার্য এবং ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

পুরস্কার

সম্পাদনা

তিনি আই-ট্রিপল-ই বেস্ট পেপার (যুক্তরাষ্ট্র, ১৯৯৪) সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিইউবিটির নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"বণিক বার্তা। ২ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  2. "বিইউবিটি'র নতুন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"ক্যাম্পাসলাইভ২৪.কম। ১ জুলাই ২০২০। ২৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  3. "বিইউবিটির নয়া ভিসি ড. মোহাম্মদ ফৈয়াজ খান"বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১ 
  4. "বিইউবিটি'র নতুন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফৈয়াজ খান"বাংলাদেশ প্রতিদিন। ২ জুলাই ২০২০। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০২১