মোহাম্মদ আলম (আলোকচিত্র সাংবাদিক)

মোহাম্মদ আলম একজন বাংলাদেশী আলোকচিত্র সাংবাদিক ছিলেন।[১] তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং মুজিবনগর সরকারের প্রথম আনুষ্ঠানিক আলোকচিত্রশিল্পী ছিলেন। আলোকচিত্র সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১০ সালে একুশে পদকে ভূষিত করে।[২]

মোহাম্মদ আলম
মৃত্যু১১ জানুয়ারি, ২০০৮
ঢাকা
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশি
পেশাআলোকচিত্রশিল্পী, সাংবাদিকতা
পুরস্কারএকুশে পদক (২০১০)

কর্ম জীবন সম্পাদনা

১৯৬৮ সালে আলম দৈনিক আজাদে যোগ দেন। ১৯৭১ সালে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকারের প্রেস তথ্য বিভাগে যোগ দেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের দাপ্তরিক ফটোগ্রাফার নিযুক্ত হন। ১৯৭৫ সালে তিনি সরকারী চাকরি থেকে পদত্যাগ করেন এবং দৈনিক সংবাদে যোগ দেন। ১৯৮৩ সালে, তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন।[৩]

মৃত্যু সম্পাদনা

মোহাম্মদ আলম বাংলাদেশের ঢাকায় ২০০৮ সালের ১১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার দাফনের সময় বাংলাদেশ পুলিশ গার্ড অফ অনার প্রদান করে।[৩]

সম্মাননা সম্পাদনা

২০১০ সালে, সাংবাদিকতায় তাঁর অবদানের জন্য তাঁকে একুশে পদক প্রদান করা হয়। [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Photo journalist Ataur Rahman Babu passes away - National"The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "M Alam's death anniv observed"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Photojournalist Mohammad Alam passes away"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০১-১১। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯ 
  4. "15 named for Ekushey Padak-2010"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০২-১৭। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৯