মোস্তাক আহমদ
ক্রীড়াবিদ এবং মুক্তিযোদ্ধা
হাবিলদার মোস্তাক আহমদ হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্রীড়াবিদ এবং মুক্তিযোদ্ধা। খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য ১৯৭৭ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার”[১][২][৩] হিসাবে “স্বাধীনতা পুরস্কার” প্রচলণকালীনই তাকে “ক্রীড়ায় স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[৪][৫]
মোস্তাক আহমদ | |
---|---|
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | সৈনিক, ক্রীড়াবিদ |
পিতা-মাতা | লতিফ আহমদ (পিতা) |
পুরস্কার | স্বাধীনতা পুরস্কার (১৯৭৭) |
কর্মজীবন
সম্পাদনামোস্তাক আহমদ সৈনিক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সরাসরি অংশগ্রহণ করেন।[৬]
পুরস্কার ও সম্মননা
সম্পাদনাক্রীড়ায় অনন্য সাধারণ নৈপুন্যের জন্য তাকে ১৯৭৭ সালে “স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।[৪]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সানজিদা খান (২০১২)। "জাতীয় পুরস্কার"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "স্বাধীনতা পদকের অর্থমূল্য বাড়ছে"। কালেরকন্ঠ অনলাইন। ২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।
- ↑ "এবার স্বাধীনতা পদক পেলেন ১৬ ব্যক্তি ও সংস্থা"। এনটিভি অনলাইন। ২৪ মার্চ ২০১৬। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ ক খ "স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৭।
- ↑ "পুরস্কার প্রাপ্তির সাল: ১৯৭৭"। cabinet.gov.bd। মন্ত্রীপরিষদ বিভাগ, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২৩।
- ↑ "মুক্তিযোদ্ধা ভাতা"। মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৭।