মোশাররফ হোসেন (মুষ্টিযোদ্ধা)

বাংলাদেশী মুষ্টিযোদ্ধা
(মোশাররফ হোসেন (বক্সার) থেকে পুনর্নির্দেশিত)

মোশারফ হোসেন একজন সাবেক বাংলাদেশী মুষ্টিযোদ্ধা।তিনি সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে এশিয়ান গেমসে কোনো পদক লাভ করেন।১৯৮৬ এশিয়ান গেমসে তিনি ব্রোঞ্জপদক লাভ করেন।[] তিনি ১৯৮৫ দক্ষিণ এশীয় গেম্‌সে স্বর্ণপদক লাভ করেন।[] ১৯৯৯ সালে মোশারফ হোসেনকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।[]

মোশারফ হোসেন
জন্ম
রাজশাহী
জাতীয়তাবাংলাদেশী
পদকের তথ্য

প্রাথমিক জীবন

সম্পাদনা

মোশারফ হোসেন রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন।[]

খেলোয়াড়ি জীবন

সম্পাদনা

মোহাম্মদ আলীর দ্যা রাম্বল ইন দ্যা জাঙ্গল দেখে তিনি এই খেলায় অনুপ্রাণিত হন।১৯৮৯ দক্ষিণ এশীয় গেম্‌স উদ্বোধন করতে আসলে তার মোহাম্মদ আলীকে দেখার সৌভাগ্য হয়।১৯৭৬ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী তে ওয়ারেন্ট অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে অবসর নেন।

তিনি ১৯৮৫ দক্ষিণ এশীয় গেম্‌সে স্বর্ণপদক লাভ করেন এবং প্রথম বাংলাদেশী হিসেবে ১৯৮৬ এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক লাভ করেন।এই সাফল্যে অভিনন্দন জানাতে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ স্বয়ং বিমানবন্দরে উপস্থিত হন। ১৯৮১ থেকে ১৯৯০ এই টানা ১০ বছর জাতীয় লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলেন।

বর্তমানে তিনি রাজশাহীর একটি বক্সিং ক্লাবে প্রশিক্ষণ করান।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

মোশারফের দুই কন্যা ও এক ছেলে সন্তান আছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  3. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৮ 
  4. http://www.kalerkantho.com/print-edition/kaler-khela/2014/11/14/150695