মোনান প্যাটারা (ইংরেজি: Monan Patera) হল বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ আইয়োর একটি প্যাটারা (স্ক্যালোপ-আকৃতির প্রান্তভাগ-যুক্ত এক ধরনের জটিল অভিঘাত গহ্বর)। এটির ব্যাস প্রায় ১৩৭ কিলোমিটার এবং স্থানাংক ১৯°৪৯′ উত্তর ১০৪°৪৯′ পশ্চিম / ১৯.৮২° উত্তর ১০৪.৮১° পশ্চিম / 19.82; -104.81[১]। এটির নামকরণ করা হয়েছে ব্রাজিলীয় পুরাণে কথিত পৃথিবীকে আগুন ও বন্যা দ্বারা ধ্বংসকারী দেবতা মোনানের নামানুসারে। ১৯৯৭ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন নামটি গ্রহণ করে।[১]

১৯৯৯ সালের অক্টোবর মাসে আইয়োর নিকটবর্তী হওয়ার সময় গ্যালিলিও মহাকাশযান থেকে গৃহীত মোনান প্যাটারার সর্বোচ্চ রেজোলিউশন চিত্র।

মোনান প্যাটারা আহ পেকু প্যাটারার উত্তরে প্রলম্বিত পর্বত মোনান মনসের উত্তর প্রান্তে একটি বেদস্তুর কীট-আকৃতির নিচু অঞ্চল সৃষ্টি করেছে। মোনান প্যাটারার পশ্চিমে রয়েছে আমিরানি উদ্গীরণ কেন্দ্র, উত্তরে রয়েছে স্কাইথিয়া মনস, পূর্বে রয়েছে গিশ বার প্যাটারা, গিশ বার মনসএস্তান প্যাটারা[২] মোনান প্যাটারার একই প্রকার উত্তর ও দক্ষিণ সীমা ইঙ্গিত করে যে এটি সম্ভবত টানের ফলে বিচ্ছিন্ন একটি অববাহিকা হিসেবে গঠিত হয়েছিল এবং পরবর্তীকালে লাভা দ্বারা পরিপূর্ণ হয়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেমপ্লেট:Gpn
  2. NASA World Wind 1.4. NASA Ames Research Center, 2007.
  3. Jani Radebaugh; Laszlo P. Keszthelyi; Alfred S. McEwen; Elizabeth P. Turtle; ও অন্যান্য (২০০১)। "Paterae on Io: A new type of volcanic caldera?" (পিডিএফ)Journal of Geophysical Research106: 33,005–33,020। ডিওআই:10.1029/2000JA002010বিবকোড:2001JGR...106...33D। ২০০৩-১০-৩০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)