মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়
মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়,বাংলাদেশের ফেনী জেলার ফেনী সদর উপজেলা মোটবী ইউনিয়নর অন্তরর্গত মোটবী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। [১] এটি লস্করহাট বাজার হতে ১ কিলোমিটার পূর্বে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষের শিক্ষা তৃষ্ণা মিটিয়ে চলছে। এটি ১৯৮৪ সালে গ্রামের ধনী গরীব সবাই মিলে এটি স্থাপিত করে।
মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় | |
---|---|
ঠিকানা | |
![]() | |
, পোস্ট কোড ৩৯০৩, জেলা কোড ০৩৩ | |
তথ্য | |
ধরন | এমপিও ভুক্ত |
নীতিবাক্য | হে প্রভু জ্ঞান দাও |
ধর্মীয় অন্তর্ভুক্তি | সকল ধর্মের জন্য প্রযোজ্য |
প্রতিষ্ঠাকাল | ১৭ পৌষ ১৩৯০ বঙ্গাব্দ | জানুয়ারি ২, ১৯৮৪
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | কুমিল্লা বোর্ড |
বিদ্যালয় জেলা | ফেনী |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
বিদ্যালয় কোড | 106563 |
সভাপতি | মোমিনুল হক জাহানঙ্গির |
প্রধান শিক্ষক | আমিনুল ইসলাম মজুমদার |
নির্বাহী প্রধান শিক্ষক | মনীন্দ্র কুমার নাথ |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ২০ |
শ্রেণী | শ্রেণী ৬-১০ |
লিঙ্গ | বালক ও বালিকা |
আয়তন | ১.৭৩ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ডাকনাম | MAHS/মাহস |
ইতিহাস সম্পাদনা
মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৮৪ সালে মোটবী গ্রামে এটি স্থাপিত করা হয়। এই বিদ্যালয়টি নির্মাণ করা সময় এলাকার ধনি-গরিব সবাই মিলে এটি তৈরি করেন।
শিক্ষা কার্যক্রম সম্পাদনা
বিদ্যালয়টিতে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত। এখানে প্রায় ৮০০ জন ছাত্র/ছাত্রী রয়েছে। সরকারি সিলেবাস অনুযায়ী বিদ্যালয়টিতে বছরে দু'টি পরিক্ষা নেওয়া হয়, অর্ধ বাষিক এবং বাষিক
অবদান সম্পাদনা
- শিক্ষা : ২০১৯ সালে মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় এই প্রথম GPA 5(A+) লাভ করেন।
- স্কুলটিতে ৯৫% পাসের হার থাকে প্রতিবছর
অবকাঠামো সম্পাদনা
বিদ্যালয়টিতে রয়েছে দ্বিতলা প্রশাসন ও একাডেমিক ভবন, মিলনায়তন, মসজিদ, শহিদ মিনার, স্মৃতিসৌধ এবং ২০১৭-১৮ সালে দ্বিতলা বিশিষ্ট একটি নতুন মডেল একাডেমিক ভবন তৈরি করা হয় এবং ২০১৯ সালে ভবনটির উদ্বোধন করা হয়, যা সম্পূর্ণ সরকারি অনুদানে তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের বার্ষিক আয় প্রায়... টাকা।
সকল সরকারী বেসরকারী রাষ্ট্রীয় ও জাতীয় অনুষ্ঠানাদি, স্কাউটস্ কর্মকাণ্ড, খেলাধুলা ও অন্যান্য প্রতিযোগিতা এ স্কুল ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Motobi Adarsa High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪।