মোজাইক (ব্রাউজার)

পৃথিবীর প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার

মোজাইক (ইংরেজি: Mosaic) পৃথিবীর প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার সফটওয়্যার। ১৯৯৩ সালে ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা শ্যাম্পেইন এর ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং অ্যাপলিকেশন্সের গবেষক মার্ক অ্যান্ড্রিসেন এবং এরিক বিনা এটি তৈরি করেন। মোজাইকে ব্যবহৃত প্রযুক্তির উপর ভিত্তি করে পরবর্তীতে নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার তৈরি করা হয়। অ্যান্ড্রিসেন ও বিনা নেটস্কেপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।

এনসিএসএ মোজাইক
মোজাইক ব্রাউজারের লোগো.png
উন্নয়নকারীন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং অ্যাপলিকেশনস
প্রাথমিক সংস্করণ০.৫ / ২৩ জানুয়ারি ১৯৯৩; ৩০ বছর আগে (1993-01-23)[১]
সর্বশেষ সংস্করণ
৩.০ / ৭ জানুয়ারি ১৯৯৭; ২৬ বছর আগে (1997-01-07)
রিপজিটরি উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
যে ভাষায় লিখিতসি[২]
প্ল্যাটফর্মঅ্যামিগাওএস
ক্লাসিক ম্যাকওএস
ইউনিক্স
ওপেনভিএমএস
মাইক্রোসফট উইন্ডোজ
উপলব্ধইংরেজি
ধরনওয়েব ব্রাউজার
লাইসেন্সমালিকানাধীন
ওয়েবসাইটwww.ncsa.illinois.edu/enabling/mosaic

২৩ জানুয়ারি ১৯৯৩ সালে এটি সর্বপ্রথম মুক্তি পায়। আর ৭ জানুয়ারি ১৯৯৭ সালে প্রকাশিত হয় এর সর্বশেষ সংস্করণ, ৩.০০ সংস্করণ। সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে মোজাইক লেখা হয়েছে। অ্যামিগাওএস, ক্লাসিক ম্যাক ওএস, ইউনিক্স, ওপেনভিএমএস ও মাইক্রোসফট উইন্ডোজের জন্যে এর আলাদা আলাদা সংস্করণ রয়েছে। মোজাইক মালিকানাধীন লাইসেন্সের অধীনে নিবন্ধিত।

তথ্যসূত্রসম্পাদনা

  1. Stewart, William। "মোজাইক -- প্রথম বৈশ্বিক ওয়েব ব্রাউজার"। ২ জুলাই ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "xmosaic 1.2 source code"। NCSA। ১৯৯৪-০৬-২৯। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]