মোগড়া ইউনিয়ন
মোগড়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলার একটি ইউনিয়ন।
মোগড়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে মোগড়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫০′৫″ উত্তর ৯১°১২′১৪″ পূর্ব / ২৩.৮৩৪৭২° উত্তর ৯১.২০৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | আখাউড়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আব্দুল মতিন |
আয়তন | |
• মোট | ১৮.৫৩ বর্গকিমি (৭.১৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৫৭১ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৮.১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৫০ |
আয়তন
সম্পাদনামোগড়া ইউনিয়নের আয়তন ৪,৫৭৮ একর (১৮.৫৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোগড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭,৫৭১ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৫৬ জন এবং মহিলা ১৪,২১৫ জন। মোট পরিবার ৫,১৮৬টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৪৮৮ জন।[২]
ইতিহাস
সম্পাদনামোগড়া ইউনিয়ন নদীর তীরবর্তী ঐতিহ্যবাহী মোগড়া বাজারে অবস্থিত। ইহা প্রথমে ইউনিয়ন বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৬১ সালে ইহা প্রতিষ্ঠিত হয়।
অবস্থান ও সীমানা
সম্পাদনাআখাউড়া উপজেলার মধ্যাংশে মোগড়া ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন, পশ্চিমে ধরখাড় ইউনিয়ন, দক্ষিণে মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনামোগড়া ইউনিয়ন আখাউড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম আখাউড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ভবানী পুর
- দূর্জয় নগর
- চরণারায়নপুর
- ধনরাজাপুর
- নয়াদিল
- দরুইন
- নোয়াপাড়া
- ধাতুরপহেলা
- কুসুমবাড়ি
- তুলাবাড়ি
- নোনাসার
- টানোয়াপাড়া
- মোগড়া
- নিলাখাদ
- বচিয়ারা
- শান্তিপুর
- মোগড়া বাজার
- গঙ্গানগর
- দিঘির পাড়
- গাংভাঙ্গা
- জাংগাল
- খলাপাড়া
- ছয়ঘড়িয়া
- আদমপুর
- বাউতলা
- জয়নগর
- উমেদপুর
- রাজেন্দ্রপুর
- সেনার বাদী
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোগড়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৮.১%।[১] এ ইউনিয়নে ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাযোগাযোগ ব্যবস্থা
সম্পাদনামোগড়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার জন্য পাকা, আধা-পাকা ও কাঁচা-রাস্তা রয়েছে। যাতায়াতের প্রধান মাধ্যম রিক্সা, অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনামোগড়া ইউনিয়নে ৩৩টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্র
সম্পাদনামোগড়া ইউনিয়নে ১টি উপস্বাস্থ্যকেন্দ্র ও ১টি ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে।
খাল ও নদী
সম্পাদনামোগড়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়েছে হাওড়া নদী৷ এছাড়া এ ইউনিয়নে উল্লেখযোগ্য খালও রয়েছে।
হাট-বাজার
সম্পাদনামোগড়া ইউনিয়নের প্রধান হাট/বাজার হল মোগড়া (রাজধরগঞ্জ) বাজার।[৩]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের সমাধি[৪]
৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ হতে ১ কি.মি উত্তরে দরুইন গ্রাম অবস্থিত। মোগড়া চৌমহনী রোড হতে সিএনজি যোগে সমাধি স্থলে পৌঁছানো যায়।
- ঐতিহাসিক গঙ্গাসাগর রাজবাড়ি[৫]
ঐতিহাসিক মোগড়া বাজারের রেললাইনের পশ্চিম পাশে। দুই মিনিটের পায়ে হাঁটা পথ।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আব্দুল মজিদ মাষ্টার –– সাবেক চেয়ারম্যান, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ
- ছুরত আলী –– সাবেক চেয়ারম্যান, ৩নং মোগড়া ইউনিয়ন পরিষদ
- লায়ন এম কে বাশার –– প্রতিষ্ঠাতা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: আব্দুল মতিন
- চেয়ারম্যানগণের তালিকা[৬]
ক্রম নং | চেয়ারম্যানের নাম | মেয়াদ |
---|---|---|
০১ | মো. আব্দুস সামাদ | ১৯৭৪-১৯৭৭ |
০২ | মো. আবুল হাসেম ভূইয়া | ১৯৭৭-১৯৮৩ |
০৩ | মো. ছোরত আলী | ১৯৮৩-১৯৮৮ |
০৪ | মো. আরু মিয়া | ১৯৮৮-১৯৯২ |
০৫ | মো. মনির হোসেন | ১৯৯২-২০০৩ |
০৬ | মো. নান্নু মিয়া | ২০০৩-২০১৬ |
০৭ | মো. মনির হোসেন | ২০১৬-২০২১ |
০৮ | মো. আব্দুল মতিন | ২০২১-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৯।
- ↑ "হাট-বাজারের-তালিকা - মোগড়া ইউনিয়ন"। mograup.brahmanbaria.gov.bd।
- ↑ "বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের সমাধি - মোগড়া ইউনিয়ন"। mograup.brahmanbaria.gov.bd।
- ↑ "ঐতিহাসিক গঙ্গাসাগর রাজবাড়ি - মোগড়া ইউনিয়ন"। mograup.brahmanbaria.gov.bd।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - মোগড়া ইউনিয়ন"। mograup.brahmanbaria.gov.bd।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |