মোক্ষদাচরণ সামাধ্যায়ী

মোক্ষদাচরণ সামাধ্যায়ী (ইংরেজি: Mokshadacharan Samadhyayi) (বঙ্গাব্দ: ১২৭৪-৮ অগ্রহায়ণ, ১৩৩১) ছিলেন স্বদেশী আন্দোলনের প্রথম যুগের রাজনীতিক ব্যক্তিত্ব এবং একজন সুবক্তা। পরে রাজনীতি থেকে সরে এসে ত্রিবেণীতে সমাজ সংস্কারের কাজে ব্রতী হন। সাপ্তাহিক ভাস্কর পত্রিকার সম্পাদক ছিলেন। মোক্ষদাচরণ কাশীধামে বেদ অধ্যয়ন করে সামাধ্যায়ী উপাধি পান।

মোক্ষদাচরণ সামাধ্যায়ী
জন্ম১২৭৪ ব.
পাইকপাড়া, ঢাকা জেলা, ব্রিটিশ ভারত, (বর্তমান বাংলাদেশ বাংলাদেশ)
মৃত্যু৮ অগ্রহায়ণ, ১৩৩১ ব.
পিতা-মাতা
  • শামাচরণ খাসনবীশ (পিতা)

জন্ম এবং পারিবারিক পরিচয় সম্পাদনা

তিনি ঢাকা জেলার পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শামাচরণ খাসনবীশ এবং তার পিতা সন্ধ্যা পত্রিকার ম্যানেজার ছিলেন এবং অনেক গ্রন্থ প্রণয়ন করেছিলেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, দ্বিতীয় মুদ্রণঃ নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৫৮৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬