মোঃ ইউসুফ
মোঃ ইউসুফ (১ জানুয়ারি ১৯৪৯-১৮ ফেব্রুয়ারি ২০১৮) বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৭ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।[১]
মোঃ ইউসুফ | |
---|---|
চট্টগ্রাম-৭ আসনের সাংসদ | |
কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ | |
পূর্বসূরী | মোঃ নজরুল ইসলাম |
উত্তরসূরী | মোঃ নুরুল আলম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১ জানুয়ারি ১৯৪৯ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম জেলা |
মৃত্যু | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | চিরকুমার[১] |
প্রাক্তন শিক্ষার্থী | রাঙ্গুনিয়া কলেজ |
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনামোঃ ইউসুফ ১ জানুয়ারি ১৯৪৯ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার পূর্ব সৈয়দবাড়ি গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি বিয়ে করেননি।
রাজনৈতিক ও কর্মজীবন
সম্পাদনাইউসুফ ১৯৬৯-১৯৭০ সালে রাঙ্গুনিয়া ছাত্র ইউনিয়নের সভাপতি ও রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। স্বাধীনতার পর শ্রমিক রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৭৪-১৯৭৫ সালে রাঙ্গুনিয়া জুট মিল শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রাঙ্গুনিয়ার সাবেক সভাপতি, চট্টগ্রাম জেলা সিপিবির সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যও ছিলেন।
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী হিসেবে ৮ দলের হয়ে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২] পরে তিনি সিপিবি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।[৩] ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিপিবির প্রার্থী হিসেবে ৮ দলের হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংস নিলেও পরাজিত হয়েছিলেন।[৪]
মৃত্যু
সম্পাদনামোঃ ইউসুফ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে বার্ধক্যজনিত রোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক (১৮ ফেব্রুয়ারি ২০১৮)। "সাবেক সাংসদ মোহাম্মদ ইউসুফ আর নেই"। দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ ক খ "সাবেক এমপি মো. ইউসুফ আর নেই"। দৈনিক ভোরের কাগজ। ১৯ ফেব্রুয়ারি ২০১৮। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।
- ↑ ক খ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি (১৯ ফেব্রুয়ারি ২০১৮)। "সাবেক এমপি মোহাম্মদ ইউসুফ আর নেই"। দৈনিক যুগান্তর। ২০ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২০।