মেরিনা খান

পাকিস্তানী অভিনেত্রী

মেরিনা খান (জন্ম: ২৬ ডিসেম্বর ১৯৬২) হলেন একজন পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।[১] তিনি ৮০এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।[২] তার টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে রয়েছে তনহাইয়াঁ (১৯৮৬), ধূপ কিনারে (১৯৮৭), নিজাত (১৯৯৩) এবং তনহা (১৯৯৭)। তিনি ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে শিল্পজগত ত্যাগ করেছিলেন। তবে তিনি পুনরায় তনহাইয়াঁ নায়ে সিলসিলেতে (২০১২) অভিনয়ের মধ্য দিয়ে চিত্রজগতে প্রত্যাবর্তন করেছেন যা ১৯৮৬ সালের তার প্রথম ধারাবাহিক তানহাইয়াঁর সিক্যুয়েল ছিল। তিনি ২০১৬ সালে লালা বেগম চলচ্চিত্রে নামভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছেন।[৩]

মেরিনা খান
ﻣﺎﺭﯾﻨﮧ ﺧﺎﻥ
জন্ম (1962-12-26) ২৬ ডিসেম্বর ১৯৬২ (বয়স ৬১)[১]
জাতীয়তাপাকিস্তানি
পেশা
  • অভিনেত্রী
  • টেলিভিশন নির্দেশিকা
  • টেলিভিশন প্রযোজক
  • টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন১৯৮০–বর্তমান
পরিচিতির কারণ
  • সানিয়া আহমেদ (তানহাইয়ান)
  • ড, জয়া আলি খান (ধূপ কিনারে)
দাম্পত্য সঙ্গীজলিল আখতার (বি. ১৯৮৯)

প্রথম জীবন এবং পরিবার সম্পাদনা

মেরিনা খান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াপ্রদেশের পেশাওয়ারে জন্মগ্রহণ করেছিলেন।[৪] তাঁর বাবা রেহমত খান ট্যাঙ্ক জেলার ডেরা ইসমাইল খানের একটি পশতু পরিবার থেকে এসেছিলেন। তাঁর মা আন্না রেহমত ইংরেজ বংশোদ্ভূত ছিলেন কিন্তু পেশোয়ারে বসতি স্থাপন করেছিলেন। তিনি ট্যাঙ্ক নবাব কুতুবদিন খানের নবাবের নাতনি। তাঁর বাবা পাকিস্তান বিমান বাহিনীর হয়ে কাজ করতেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Personality Profile"PTV। ৮ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭ 
  2. "Eleven ignored dramas of Marina Khan"The Nation। নভেম্বর ১৭, ২০১৭। 
  3. "Morning inspiration!"Aurora Magazine (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-২২ 
  4. "SHAREEF SHOW MAREENA KHAN" 

বহিঃসংযোগ সম্পাদনা

  •   উইকিমিডিয়া কমন্সে মেরিনা খান সম্পর্কিত মিডিয়া দেখুন।