মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল

ঢাকায় অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল

মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল হল বাংলাদেশের মহিলাদের জন্য বিশেষায়িত একটি বেসরকারি মেডিকেল স্কুল। কলেজটির দুটি ক্যাম্পাস রয়েছে। একটি ঢাকার উত্তরার সেক্টর-১ এ এবং অন্যটি দক্ষিণখানে। ১৯৯২ সালে এটি ঢাকার উত্তরা মডেল টাউনে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি কলেজ।[১]

মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের লোগো
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের লোগো
ধরনবেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল
স্থাপিত১৯৯২ (1992)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানএকিউএম বদরুদ্দোজা চৌধুরী
অধ্যক্ষঅধ্যাপক কেজিএম ইকবাল
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০৮
অবস্থান,
২৩°৫১′৩০″ উত্তর ৯০°২৪′০৩″ পূর্ব / ২৩.৮৫৮৪° উত্তর ৯০.৪০০৭° পূর্ব / 23.8584; 90.4007
শিক্ষাঙ্গনশহর
ভাষাইংরেজি
ওয়েবসাইটmedicalcollegeforwomen.edu.bd
মানচিত্র
মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটালের প্রবেশপথের দৃশ্য

এটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে এমবিবিএস ডিগ্রি প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক। ডিগ্রীটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত।[২]

ইতিহাস সম্পাদনা

অবকাঠামো সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Constituent Colleges/Institutes"। Dhaka University। ২০১১-০৭-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা