মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র
পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র
মেটিয়াবুরুজ (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র।
মেটিয়াবুরুজ | |
---|---|
বিধানসভা কেন্দ্র | |
কেন্দ্রের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩২′২০″ উত্তর ৮৮°১৭′১৭″ পূর্ব / ২২.৫৩৮৮৯° উত্তর ৮৮.২৮৮০৬° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | দক্ষিণ ২৪ পরগনা |
কেন্দ্র নং. | ১৫৭ |
লোকসভা কেন্দ্র | ২১. ডায়মন্ড হারবার |
নির্বাচনী বছর | ১৮২,০১৭ (২০১১) |
এলাকা
সম্পাদনাসীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৫৭ নং মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রটি কলকাতা পৌরসংস্থার ১৩৬, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০ এবং ১৪১ নং ওয়ার্ডগুলি নিয়ে গঠিত। এবং মহেশতলা পৌরসভার ১ থেকে ৭,৯ এবং ১০ নং ওয়ার্ডগুলি নিয়ে গঠিত।[১]
মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র ২১ নং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১] মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রটি কলকাতা জেলার একটি আংশিক বিধানসভা কেন্দ্র কারণ এটি কলকাতা পৌরসংস্থার ৬ টি ওয়ার্ড নিয়ে গঠিত হলেও বাকি ৯ টি ওয়ার্ড মহেশতলা পুরসভার অধীনস্থ যেটি দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত।
বিধানসভার সদস্য
সম্পাদনানির্বাচন বছর |
কেন্দ্র | M.L.A.এর নাম | পার্টি |
---|---|---|---|
২০১১ | মেটিয়াবুরুজ | মমতাজ বেগম | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[২] |
২০১৬ | মেটিয়াবুরুজ | আব্দুল খালেক মোল্লা | সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[৩] |
নির্বাচনী ফলাফল
সম্পাদনা২০১১
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
তৃণমূল | মমতাজ বেগম | ৫৫,০০৩ | ৪১.৫৫ | ||
সিপিআই(এম) | বদরুদ্দোজা মোল্লা | ৪৮,৪০৯ | ৩৮.৫৮ | ||
নির্দল | আব্দুল খালেক মোল্লা | ২৪,১৪৩ | ১৮.৪৬ | ||
বিজেপি | মহম্মদ সাজ্জাদ | ৩,১৪০ | ২.৩৭ | ||
ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগ | নিসার আহমেদ | ১,৬৫৮ | ১.২৫ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,৫৯৪ | ২.৯৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৩২,৩৫৩ | ৮৫.০৭ | |||
তৃণমূল নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। পশ্চিমবঙ্গ (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ১৮ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১০।
- ↑ ক খ "General Elections, India, 2011, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। ৪ এপ্রিল ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৪।
- ↑ "General Elections, India, 2016, to the Legislative Assembly of West Bengal" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। ভারতের নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ১০ /০৩/ ২০১৮। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ "West Bengal Assembly Election 2011"। Metiaburuz (ইংরেজি ভাষায়)। Empowering India। ১৩ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০১১।