মেঘমল্লার (রাগ)
ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ
(মেঘ মল্লার থেকে পুনর্নির্দেশিত)
মেঘমল্লার (বা মেঘ মল্লার হিসেবে লেখা হয়) হলো একটি হিন্দুস্থানী শাস্ত্রীয় রাগ। এটির নাম আহরিত হয়েছে সংস্কৃত শব্দ মেঘ থেকে। কিংবদন্তি অনুসারে, এই রাগ যে এলাকায় গাওয়া হয় সেখানে এই রাগ বৃষ্টি নিয়ে আসে। মেঘমল্লারের অনুরূপ একটি রাগ হল মেঘ।
তথ্যসূত্র
সম্পাদনা- Conway, Neil & Briner, Rob B. Indian Culture: A Critical Understanding of Theory and Research. Oxford, UK: Oxford University Press, (2005)