মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ হচ্ছে (এমজিআই) বৃহত্তম বাংলাদেশী শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এই সংগঠনের অধীনে শিল্পগুলি হচ্ছে রাসায়নিক, সিমেন্ট, ভোক্তা পণ্য, রিয়েল এস্টেট, বীমা, সিকিউরিটিজ, ইউটিলিটি ইত্যাদি। মোস্তফা কামাল এই মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের প্রাইভেট সেক্টরের একজন অগ্রণী শিল্পপতি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রথম বেসরকারী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে।
ধরন | প্রাইভেট |
---|---|
শিল্প | পিন্ডীভূত |
প্রতিষ্ঠাতা | মোস্তফা কামাল |
সদরদপ্তর | , |
প্রধান ব্যক্তি | মোস্তফা কামাল (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক)[১] |
পণ্যসমূহ | ভোগ্যপণ্য, সিমেন্ট, রাসায়নিক, শক্তি, তন্তু, পাল্প ও কাগজ, শস্য, ষ্টিল, আবাসন, বীমা, সিকিউরিটিজ এবং মিডিয়া[২] |
আয় | ইউএস $ ২.৫ বিলিয়ন[৩] |
কর্মীসংখ্যা | ৩৫,০০০[২] (২০২০) |
ওয়েবসাইট | mgi |
প্রথম আলোর তথ্য মতে ২০২০-২০২১ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৪ হাজার কোটি টাকার আমদানি নিয়ে দেশের শীর্ষ আমদানিকারক ছিল।[৪]
প্রতিষ্ঠানসমূহ
সম্পাদনা- একাত্তর টিভি[৫]
- কামাল ট্রেডিং কোম্পানি লিমিটেড
- বাগদাদ ভেজিটেবল তেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- মেঘনা ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট লিমিটেড
- মার্কেন্টাইল শিপিং লাইন লিমিটেড
- মেঘনা ফুড ও ডাল মিলস লিঃ
- মেঘনা চা কোম্পানি লিমিটেড
- মেঘনা নারিকেল ও মরচেঞ্জ অয়েল মিলস লিঃ
- এম.এম. মুদ্রণ ও প্যাকেজিং কোম্পানি লিঃ
- জি শপিং লিঙ্কে লিমিটেড
- ইউনাইটেড ফাইবার ইন্ডাস্ট্রিজ লি।
- ইউনাইটেড ফিডস লিঃ
- ইউনাইটেড এডবয়ল ওয়েল লিমিটেড
- ইউনাইটেড মিনারেল ওয়াটার -পিইটি ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- অনন্য সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ
- ইউনিক পাওয়ার প্লান্ট লিমিটেড
- ইউনাইটেড সুগার মিলস লিঃ
- তানভীর ওয়েল লিমিটেড
- তানভীর ফুড লিমিটেড
- তানভীর পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- সোনারগাঁও সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- তানভীর স্টিল মিলস লিমিটেড
- তানভীর পেপার মিলস লিমিটেড
- জনতা ফ্লোর ও ডাল মিলস লিমিটেড
- মেঘনা প্রপার্টি লিমিটেড
- এভারেস্ট সিএনজি রিফুয়েলিং কনভার্সন লিমিটেড
- এভারেস্ট পাওয়ার জেনারেশন কোং লিমিটেড
- মেঘনা শিপ বিল্ডার্স অ্যান্ড ডকইয়ার্ড লিমিটেড
- ঢাকা প্লাস্টিকের বোতল (পিইটি) ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- গ্লোবাল অ্যাড স্টার ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড
- তাসনিম কনডেন্সড মিল্ক লিমিটেড
- ফ্রেশ সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- মেঘনা সিডস ক্রাশিং মিলস লিমিটেড
- ঢাকা সিকিউরিটিজ লিমিটেড
- বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্স কোং লিমিটেড
- মেঘনা এভিয়েশন লিঃ
- ইউনাইটেড শিপিং লাইন লিঃ
- সুরমা মুর্শিদ অয়েল মিলস লিঃ
- মেঘনা পিভিসি ফ্যাক্টরি লিমিটেড
- ফ্রেশ পানির বোতল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০২০।
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৭।
- ↑ প্রতিবেদক, প্র বাণিজ্য। "মেঘনা গ্রুপের আমদানি ১৪ হাজার কোটি টাকার"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৮।
- ↑ "Media"। www.mgi.org। ২০২২-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-০৫।