মেগালিথ সমাধি সৌধ

মেগালিথ সমাধি সৌধ বাংলাদেশের সিলেটের জৈন্তাপুরে অবস্থিত ৩টি বিচ্ছিন্ন পাথুরে সমাধিস্থলের সমষ

মেগালিথ সমাধি সৌধ বাংলাদেশের সিলেটে অবস্থিত ৩টি বিচ্ছিন্ন পাথুরে সমাধিস্থলের সমষ্টি।

মেগালিথ সমাধি সৌধ, জৈন্তাপুর

অবস্থান সম্পাদনা

এই স্থানটি সিলেট শহর থেকে ৪১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জৈন্তাপুর নামক স্থানে অবস্থিত।[১]

বৈশিষ্ঠ্য সম্পাদনা

মেগালিথিক সৌধ বলতে এমন একটি স্থানকে নির্দেশ করে যেটি বড় বড় পাথর দ্বারা নির্মিত এবং যা ভূগর্ভস্থ অথবা একটি ঢিপি দ্বারা আবৃত ও সাধারণত দৃশ্যমান দীর্ঘ-সংকীর্ণ পথ (সমাধিতে পৌছানোর জন্য) ও সমাধি নিয়ে গঠিত।[২]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (২২ ফেব্রুয়ারি ২০১৫)। "মেগালিথিক মনুমেন্ট"প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি ও বেসিস। সংগ্রহের তারিখ : ১১ জুলাই ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. www.collins.co.uk (২০১৬)। "Definitions (megalithic tomb)"www.collinsdictionary.com। HarperCollins Publishers। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা