মেকআপ ২০২১ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র যেটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকাশন।[২][৩] চলচ্চিত্রটি ২০২১ সালের ২১ মার্চ মুক্তি পেয়েছে।[৪][৫]

মেকআপ
পরিচালকঅনন্য মামুন
প্রযোজকসেলিব্রিটি প্রোডাকশন
রচয়িতাঅনন্য মামুন
চিত্রনাট্যকারঅনন্য মামুন
শ্রেষ্ঠাংশেতারিক আনাম খান
জিয়াউল রোশান
নিপা আহমেদ রিয়েলি
প্রযোজনা
কোম্পানি
সেলেব্রিটি প্রোডাকশন
পরিবেশকআই থিয়েটার
মুক্তি২১ মার্চ, ২০২১
স্থিতিকাল১৪৩ মিনিট[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
হিন্দি
নির্মাণব্যয়৩ কোটি

এটা নিপা আহমেদ রেলি'র প্রথম অভিনীত[৪] এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউস প্রযোজিত প্রথম চলচ্চিত্র।[৫] এটা অনন্য মামুন পরিচালিত ১১তম চলচ্চিত্র[৬]

পটভূমি সম্পাদনা

চলচ্চিত্রের কলাকুশলীরা ক্যারিয়ারের স্বার্থে তারা তাদের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনেন না । শুধু ক্যারিয়ারের কথা ভেবে পারিবারিক জীবন আড়াল রাখেন। দিন শেষে মেকআপ তুলে সবাই তাদের আপনজন ও নিজের ঠিকানায় ফিরে যান, যেখানে মেকআপের বদলে থাকে একজন সাধারণ মানুষ।[৫]

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

চার কোটি বাজেটের[৫] এই চলচ্চিত্রটি ২০১৯ সালের ২ জুলাই সুনামগঞ্জে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[৩] এরপর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয় মানিকগঞ্জ, ঢাকাভারতের রামোজি ফিল্ম স্টুডিও ও কোলকাতায়।[২][৭][৯] বাংলা ও হিন্দি ভাষায় এই চলচ্চিত্রের ডাবিং করা হয়।[৫] গানের চিত্র ধারণের দুবাই-এ ধারণের পরিকল্পনা করা হয়।[৯]

সঙ্গীত সম্পাদনা

এই চলচ্চিত্রে চারটি গান রয়েছে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, ন্যান্‌সিসিঁথি সাহা অবন্তি।[৪][৫]

প্রচারণা ও মুক্তি সম্পাদনা

০৬ অক্টোবর, ২০১৯ তারিখে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়।[৫] প্রাথমিকভাবে অক্টোবর,২০১৯-এ মুক্তি দেয়ার পরিকল্পনা[৩] থাকলেও ১৫ নভেম্বর, ২০১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও এই ছায়াছবির মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়।[৫] ২১ মার্চ, ২০২১-এ চলচ্চিত্রটি ভিডিও চাহিদা সেবাপ্রদানকারি আই থিয়েটারে মুক্তি দেয়া হয়।[১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'মেকআপ' সিনেমা হলে আনতে আপিল করা হবে সেন্সর বোর্ডে"ittefaq। ২০২১-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৫ 
  2. "এবার 'সুপারস্টার হিরো' তারিক আনাম খান"প্রথম আলো। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "স্ত্রী-সন্তানকেও অস্বীকার করেন সুপারস্টার"জাগোনিউজ২৪.কম। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  4. "নায়ক-নায়িকা ছাড়া সিনেমা"আমাদের সময়। ৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯ 
  5. "ছবির এক গানের জন্য খরচ ৭০ লাখ টাকা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৬ 
  6. "'মেকাপ'-এর বাজেট ৩ কোটি, ডিসেম্বরে মুক্তি"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪ 
  7. "ষাটের দশকের নায়কের ভূমিকায় তারিক আনাম খান"ইনকিলাব। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  8. "রোশানের গোপন খবর ফাঁস"সমকাল। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  9. "কে হচ্ছেন রোশানের নতুন নায়িকা?"জাগোনিউজ২৪.কম। ২৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯ 
  10. "নিষিদ্ধ 'মেকআপ' মুক্তি পাচ্ছে ২১ মার্চ"এনটিভি অনলাইন। ২০২১-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৫