মেকআপ (চলচ্চিত্র)
মেকআপ ২০২১ সালের একটি বাংলাদেশি চলচ্চিত্র যেটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকাশন।[২][৩] চলচ্চিত্রটি ২০২১ সালের ২১ মার্চ মুক্তি পেয়েছে।[৪][৫]
মেকআপ | |
---|---|
![]() | |
পরিচালক | অনন্য মামুন |
প্রযোজক | সেলিব্রিটি প্রোডাকশন |
রচয়িতা | অনন্য মামুন |
চিত্রনাট্যকার | অনন্য মামুন |
শ্রেষ্ঠাংশে | তারিক আনাম খান জিয়াউল রোশান নিপা আহমেদ রিয়েলি |
প্রযোজনা কোম্পানি | সেলেব্রিটি প্রোডাকশন |
পরিবেশক | আই থিয়েটার |
মুক্তি | ২১ মার্চ, ২০২১ |
দৈর্ঘ্য | ১৪৩ মিনিট[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা হিন্দি |
নির্মাণব্যয় | ৩ কোটি |
এটা নিপা আহমেদ রেলি'র প্রথম অভিনীত[৪] এবং সেলিব্রিটি প্রোডাকশন হাউস প্রযোজিত প্রথম চলচ্চিত্র।[৫] এটা অনন্য মামুন পরিচালিত ১১তম চলচ্চিত্র[৬]
পটভূমি সম্পাদনা
চলচ্চিত্রের কলাকুশলীরা ক্যারিয়ারের স্বার্থে তারা তাদের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে আনেন না । শুধু ক্যারিয়ারের কথা ভেবে পারিবারিক জীবন আড়াল রাখেন। দিন শেষে মেকআপ তুলে সবাই তাদের আপনজন ও নিজের ঠিকানায় ফিরে যান, যেখানে মেকআপের বদলে থাকে একজন সাধারণ মানুষ।[৫]
কুশীলব সম্পাদনা
- তারিক আনাম খান - শাহবাজ খান, একজন ষাটের দশকের চিত্রনায়ক[২][৩][৭]
- জিয়াউল রোশান[৮][৯] - পাভেল
- নিপা আহমেদ রিয়েলি[৪]
- পায়েল মুখার্জী[৪]
- বিশ্বজিৎ মুখার্জী[৪]
নির্মাণ সম্পাদনা
চার কোটি বাজেটের[৫] এই চলচ্চিত্রটি ২০১৯ সালের ২ জুলাই সুনামগঞ্জে চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয়।[৩] এরপর চলচ্চিত্রটির চিত্রগ্রহণ সম্পন্ন হয় মানিকগঞ্জ, ঢাকা ও ভারতের রামোজি ফিল্ম স্টুডিও ও কোলকাতায়।[২][৭][৯] বাংলা ও হিন্দি ভাষায় এই চলচ্চিত্রের ডাবিং করা হয়।[৫] গানের চিত্র ধারণের দুবাই-এ ধারণের পরিকল্পনা করা হয়।[৯]
সঙ্গীত সম্পাদনা
এই চলচ্চিত্রে চারটি গান রয়েছে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, স্যাভি, লিংকন ও অনন্য মামুন। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, ন্যান্সি ও সিঁথি সাহা অবন্তি।[৪][৫]
প্রচারণা ও মুক্তি সম্পাদনা
০৬ অক্টোবর, ২০১৯ তারিখে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয়।[৫] প্রাথমিকভাবে অক্টোবর,২০১৯-এ মুক্তি দেয়ার পরিকল্পনা[৩] থাকলেও ১৫ নভেম্বর, ২০১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাশাপাশি ডিজিটাল প্লাটফর্মেও এই ছায়াছবির মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়।[৫] ২১ মার্চ, ২০২১-এ চলচ্চিত্রটি ভিডিও চাহিদা সেবাপ্রদানকারি আই থিয়েটারে মুক্তি দেয়া হয়।[১০]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "'মেকআপ' সিনেমা হলে আনতে আপিল করা হবে সেন্সর বোর্ডে"। ittefaq। ২০২১-০৩-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৫।
- ↑ ক খ গ "এবার 'সুপারস্টার হিরো' তারিক আনাম খান"। প্রথম আলো। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "স্ত্রী-সন্তানকেও অস্বীকার করেন সুপারস্টার"। জাগোনিউজ২৪.কম। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ "নায়ক-নায়িকা ছাড়া সিনেমা"। আমাদের সময়। ৭ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৯।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "ছবির এক গানের জন্য খরচ ৭০ লাখ টাকা"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৬।
- ↑ "'মেকাপ'-এর বাজেট ৩ কোটি, ডিসেম্বরে মুক্তি"। চ্যানেল আই অনলাইন। ২০১৯-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৪।
- ↑ ক খ "ষাটের দশকের নায়কের ভূমিকায় তারিক আনাম খান"। ইনকিলাব। ২০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "রোশানের গোপন খবর ফাঁস"। সমকাল। ২৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ ক খ গ "কে হচ্ছেন রোশানের নতুন নায়িকা?"। জাগোনিউজ২৪.কম। ২৪ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
- ↑ "নিষিদ্ধ 'মেকআপ' মুক্তি পাচ্ছে ২১ মার্চ"। এনটিভি অনলাইন। ২০২১-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৫।