মেইজি পুনর্গঠন
মেইজি পুনর্গঠন (明治維新 মেইজি ইশিন) অথবা মেইজি পুনরুত্থান অথবা মেইজি সংস্কার অথবা মেইজি বিপ্লব অথবা মেইজি পুনঃপ্রতিষ্ঠা বলতে ১৮৬৮ সালে সম্রাট মেইজির একটি সংস্কার ঘটনা বোঝানো হয় যার মাধ্যমে জাপান সাম্রাজ্যে প্রকৃত সাম্রাজ্যিক শাসন প্রতিষ্ঠা হয়। যদিও এর আগেও জাপানে শাসক সম্রাট ছিল, এই সংস্কার ঘটনাগুলোর মাধ্যমে প্রকৃত ক্ষমতা এবং রাজনৈতিক ব্যবস্থা জাপানের সম্রাটের অধীনস্থ হয়।[১]
মেইজি সংস্কার | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: বিপ্লবের যুগ | |||||||
| |||||||
বিবাদমান পক্ষ | |||||||
জাপান সাম্রাজ্য | তোকুগাওয়া শৌগুনতন্ত্র | ||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||
সম্রাট মেইজি ঔকুবো তোশিমিচি সাইগৌ তাকামোরি কিদো তাকায়োশি | তোকুগাওয়া ইয়োশিনোবু |
পুনঃস্থাপিত সরকারের লক্ষ্যগুলোকে নতুন সম্রাট পঞ্চনিবন্ধ শপথে (五箇条の御誓文 গোকাজৌ নো গোসেইমন) প্রকাশ করেন। এই সংস্কারের ফলে জাপানের সামাজিক ও রাজনৈতিক কাঠামোয় প্রচুর পরিবর্তন আসে যা এদো যুগের সমাপ্তির পর্যায় (যা বাকুমাৎসু নামে পরিচিত) হতে মেইজি যুগের শুরু পর্যন্ত স্থায়ী হয়।