মৃণাল বন্দ্যোপাধ্যায়
ভারতীয় রাজনীতিবিদ
মৃণাল ব্যানার্জি (১৯৩৮ - ৩ ফেব্রুয়ারী ২০১০) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্ট মন্ত্রিসভায় বিদ্যুৎমন্ত্রী ছিলেন।
মৃণাল বন্দ্যোপাধ্যায় | |
---|---|
বিদ্যুৎ ও শ্রম মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯৯৬–২০১০ | |
উত্তরসূরী | অনাদি কুমার সাহু |
সংসদীয় এলাকা | দুর্গাপুর ১ |
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯৬–২০১০ | |
পূর্বসূরী | দিলীপ মজুমদার |
উত্তরসূরী | অর্চনা ভট্টাচার্য |
সংসদীয় এলাকা | দুর্গাপুর ১ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১০ জানুয়ারি ১৯৩৮ |
মৃত্যু | ৩ ফেব্রুয়ারি ২০১০ (৭২ বছর) ঢাকুরিয়া, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | সিপিআই(এম) |
তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মচারী হিসেবে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের সহযোগী সদস্য হিসাবে যোগ্যতা থাকা সত্ত্বেও, তিনি একজন কর্মী থাকতে এবং ট্রেড ইউনিয়নের সেবা করতে পছন্দ করেছিলেন। তিনি স্টিল ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক এবং সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে জ্যোতি বসু তাকে শিল্প পুনর্গঠন এবং রাজ্য সরকারী উদ্যোগের মন্ত্রী হিসাবে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন।[১][২]
তিনি ১৯৯৬, ২০০১ এবং ২০০৬ সালে দুর্গাপুর ১ বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম) টিকিটে নির্বাচিত হন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "West Bengal Minister Mrinal Banerjee dead"। The Hindu। Chennai, India। ২০১০-০২-০৪। ২০১২-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১।
- ↑ "Mrinal Banerjee loses battle with cancer"। The Times of India, 4 February 2010। ২০১০-০২-০৪। সংগ্রহের তারিখ ২০১০-১০-০১।
- ↑ "264 – Durgapur I Assembly Constituency"। Partywise Comparison Since 1977। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-০৪।