মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ
মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে।[১] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দেশত্যাগ করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করার ফলে সৃষ্ট শূন্যতা পূরণে ১৭ জন উপদেষ্টা নিয়ে ইউনূসের উপদেষ্টা পরিষদ যাত্রা শুরু করে। তবে ১৭ জনের মধ্যে ৮ আগস্ট ইউনূসসহ ১৪ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। ঢাকার বাইরে অবস্থান করার কারণে সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায় ও ফারুক-ই-আজম উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করতে পারেনি। পরবর্তীতে তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় ১১ আগস্ট শপথ গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর ১৩ আগস্ট ফারুক-ই-আজম শপথ গ্রহণ করেন। পরবর্তীতে দেশ গঠনের লক্ষ্যে আরও ৪ জন উপদেষ্টা নির্বাচন করা হয়। তারা হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, মুহাম্মদ ফাওজুল কবির খান, আলী ইমাম মজুমদার এবং জাহাঙ্গীর আলম চৌধুরী। তারা সকলেই ১৬ আগস্ট শপথ গ্রহণ করেন। তাদের শপথ গ্রহণের পর দপ্তরসমূহ পুনঃবণ্টন করা হয়। তাদের শপথ গ্রহণের মাধ্যমে মোট উপদেষ্টার সংখ্যা হয়ে দাঁড়ায় ২১ জনে।
মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ | |
---|---|
বাংলাদেশ-এর দ্বাবিংশ মন্ত্রিসভা | |
গঠনের তারিখ | ৮ আগস্ট ২০২৪ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | মোহাম্মদ সাহাবুদ্দিন |
সরকারপ্রধান | মুহাম্মদ ইউনূস |
মন্ত্রী সংখ্যা | ২১ |
মোট সংখ্যা | ২১ |
ইতিহাস | |
সর্বশেষ নির্বাচন | ২০২৪ |
পূর্ববর্তী | হাসিনার পঞ্চম মন্ত্রিসভা |
উপদেষ্টাদের তালিকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন যারা"। বিবিসি বাংলা। ৮ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪।
- ↑ "২৭ মন্ত্রণালয় একাই সামলাবেন ড. ইউনূস"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প "প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের মধ্যে মন্ত্রণালয়/বিভাগের দপ্তর বণ্টন"। cabinet.gov.bd। মন্ত্রিপরিষদ বিভাগ। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২৪।