মুহাম্মদ আলমগীর

বাংলাদেশী শিক্ষাবিদ

অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় উপাচার্য। ২১ জুলাই ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ড.মুহাম্মদ আলমগীর কে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩য় উপাচার্য হিসেবে নিয়োগ দেন। উপাচার্য হিসেবে নিয়োগের পূর্বে তিনি অত্র বিশ্ববিদ্যালয়ের সিভিল বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন।[১]

মুহাম্মদ আলমগীর
উপাচার্য
কাজের মেয়াদ
২১ জুলাই, ২০১০ - ২ আগস্ট, ২০১৮
উত্তরসূরীকাজী সাজ্জাদ হোসেন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-06-16) ১৬ জুন ১৯৬৩ (বয়স ৬০)
চাঁদপুর, পাকিস্তান (অধুনা বাংলাদেশ)
জাতীয়তাবাংলাদেশী
বাসস্থানঢাকা, বাংলাদেশ
প্রাক্তন শিক্ষার্থীঢাকা কলেজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক
ধর্মইসলাম

জন্ম ও পরিবার সম্পাদনা

মুহাম্মদ আলমগীর ১৬ জুন ১৯৬৩ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন।

শিক্ষা সম্পাদনা

অধ্যাপক ড.মুহাম্মদ আলমগীর ঢাকা কলেজ হতে ১৯৮০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করেন। তিনি ১৯৮১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং ভর্তি হোন এবং ১৯৮৬ সালে বিএসসি ও ১৯৮৯ সালে এমএসসি শেষ করেন। জাপানের সাগা ইউনিভার্সিটি থেকে ১৯৯৬ সালে পিএচডি এবং ১৯৯৮ সালে পোস্ট ডক্টরাল গবেষণা শেষ করেন। [২]

কর্মজীবন সম্পাদনা

২০ সেপ্টেম্বর ১৯৮৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি,খুলনা (বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর সিভিল বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। ২৩ সেপ্টেম্বর ১৯৯০ সালে তিনি সহকারী অধ্যাপক পদে, ২৭ ডিসেম্বর ১৯৯৮ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯ মে ২০০২ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। তিনি বিভিন্ন মেয়াদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন হলের প্রভোষ্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং ২০০৭-০৯ মেয়াদে সিভিল ইঞ্জিনিয়ায়ং অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৫ অক্টোবর ২০১৩ সাল থেকে ২ বছরের মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর খন্ডকালীন সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি ২১ জুলাই ২০১০ থেকে ২ আগস্ট ২০১৮ পর্যন্ত ২ মেয়াদে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে (১৬ জুন ২০১৯ থেকে) তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য হিসেবে কর্মরত আছেন।[৩]

গবেষণার কাজ সম্পাদনা

শিক্ষা ও গবেষয়ানার কাজে তিনি ২৬ টি দেশে ভ্রমণ করেছেন এবং দেশ বিদেশের বিভিন্ন জার্নালে ২৪২ টি গবেষণাপত্র প্রকাশ করছেন।

সদস্যপদ সম্পাদনা

আজীবন ফেলো, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ

আরো দেখুন সম্পাদনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন"http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  2. "alamgir"Prof. Dr. Muhammed Alamgir (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৯ 
  3. "ইউজিসি সদস্য হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের যোগদান | শিক্ষাঙ্গন"ittefaq। ২০১৯-১০-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০২ 

বহিঃসংযোগ সম্পাদনা