মুসা দিয়াবি

ফরাসি ফুটবল খেলোয়াড়

মুসা দিয়াবি (ফরাসি: Moussa Diaby, ফরাসি উচ্চারণ: ​[musˈa dˈa͡ɪəbi]; জন্ম: ৭ জুলাই ১৯৯৯) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

মুসা দিয়াবি
২০১৯ সালে ফ্রান্স অনূর্ধ্ব-২০ দলের হয়ে মুসা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মুসা দিয়াবি
জন্ম (1999-07-07) ৭ জুলাই ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থান প্যারিস, ফ্রান্স
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার লেভারকুজেন
জার্সি নম্বর ১৯
যুব পর্যায়
২০০৯–২০১৩ এস্পেরঁস পারি
২০১৩–২০১৭ পারি সাঁ-জেরমাঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭ পারি সাঁ-জেরমাঁ বি ১৪ (২)
২০১৮–২০১৯ পারি সাঁ-জেরমাঁ ২৫ (২)
২০১৮ক্রোতোনে (ধার) (০)
২০১৯– বায়ার লেভারকুজেন ১০৪ (২৪)
জাতীয় দল
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ ১১ (২)
২০১৭–২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ ১৬ (৫)
২০১৮–২০১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২০ ১০ (৭)
২০১৯–২০২১ ফ্রান্স অনূর্ধ্ব-২১ ১২ (০)
২০২১– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:২৬, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২৬, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৬ সালে, মুসা ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৫ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মুসা দিয়াবি ১৯৯৯ সালের ৭ই জুলাই তারিখে ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা

মুসা ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ৪৯ ম্যাচে অংশগ্রহণ করে ১২টি গোল করেছেন।

২০২১ সালের ১লা সেপ্টেম্বর তারিখে, ২২ বছর, ১ মাস ও ২৫ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী মুসা বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৯০তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কিলিয়ান এমবাপের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১১ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছিল।[৪] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে মুসা সর্বমোট ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান সম্পাদনা

আন্তর্জাতিক সম্পাদনা

২ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০২১
২০২২
সর্বমোট

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা