মুসা খান মসজিদ
মুসা খানের মসজিদ বা মুসা খাঁর মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত একটি মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এর শহীদুল্লাহ হল ছাত্রাবাসের নিকটে ও কার্জন হলের পিছনে অবস্থিত।[১] ধারণা করা হয় যে, এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেন। ঢাকা শহরে বিনত বিবির মসজিদের পাশাপাশি এটি প্রাক-মুঘল স্থাপত্যের একটি নিদর্শন।
ইতিহাস
সম্পাদনাঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে শহীদুল্লাহ হলের উত্তর-পশ্চিম কোণে মুসা খাঁর মসজিদ নির্মিত হয় আনুমানিক ১৬৭৯ সালে।[২] ভৌগোলিক স্থানাঙ্কে মুসা খান মসজিদের অবস্থান ২৩°৪৩′৩৬″ উত্তর ৯০°২৪′০৩″ পূর্ব / ২৩.৭২৬৬৪৭৪° উত্তর ৯০.৪০০৮০৫২° পূর্ব।
নির্মাণ কৌশল
সম্পাদনাদৃষ্টিনন্দন এ মসজিদে রয়েছে তিনটি গম্বুজ। মসজিদটি নির্মাণ করা হয় তিন মিটার উঁচু একটি ভল্ট প্লাটফর্মের ওপর। ভল্ট প্লাটফর্মটি ১৭ মিটার দীর্ঘ ও ১৪ মিটার চওড়া।[৩] প্লাটফর্মের উপর নির্মিত মসজিদটির নিচতলায় কয়েকটি কক্ষ রয়েছে। এগুলোতে আগে মসজিদ সংশ্লিষ্টরা বাস করলেও এর সবগুলোই এখন পরিত্যক্ত। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির একটি গম্বুজে বড় ফাটল দেখা দিয়েছে। ঐ ফাটল দিয়ে গত বর্ষায় বৃষ্টির পানি মসজিদের ভিতরে পড়েছে বলে জানিয়েছেন মুসল্লিরা। মসজিদের পশ্চিম ও পূর্ব প্রাচীর প্রায় ৬ ফুট পুরু। উত্তর ও দক্ষিণ প্রাচীর ৪ ফুট পুরু। চার দেয়াল, ছাদ এবং গম্বুজ— সবকিছুতেই দীর্ঘদিন ধরে শেওলা জমে কালচে হয়ে গেছে। মসজিদের দুই মূল স্তম্ভে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ইতিহাসবিদ আহমদ হাসান দানীর ‘ঢাকা:অ্যা রেকর্ড অব ইটস চেঞ্জিং ফরচুনস’ গ্রন্থে উল্লেখিত বর্ণনামতে, মসজিদটি মুসা খাঁর নামে হলেও স্থাপত্যশৈলী অনুযায়ী এটি শায়েস্তা খাঁর আমলে বা তারপরে নির্মিত হয়েছিল।[৪]
হুমকি
সম্পাদনামেট্রো-রেল প্রকল্পের কারণে দেশের অন্যতম অন্যতম বিরল এই মুঘল কাঠামো হুমকির মধ্যে রয়েছে। মসজিদ সহ প্রায় ৭৫ ঐতিহাসিক গুরুত্ব স্থাপত্য মেট্রো-রেল প্রকল্পের কারণে হুমকির মুখে পড়েছে।[৫][৬]
চিত্রশালা
সম্পাদনা-
মসজিদের পার্শ্ব দৃশ্য
-
মসজিদের সম্মুখভাগ
-
ভিতরের সদর দরজা
-
মসজিদের ভেতরের অংশ
-
মুসা খান মসজিদের উত্তর-পূর্ব কোণে মুসা খানের সমাধি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বারোভূঁইয়াদের শেষ স্মৃতিচিহ্ন মুসা খান মসজিদ"। যায়যায়দিন। ২০১৬-১০-১৬। ২০১৬-১০-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৭।
- ↑ "মুসা খাঁর মসজিদ"। এনটিভি। ২০১৭-০৬-০১। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৭।
- ↑ "ঢাবিতে বিরল স্থাপত্য মুসা খাঁ মসজিদ"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৭।
- ↑ দানি, আহমেদ হাসান। Dhaka : a record of its changing fortunes (৩য় সংস্করণ)। ঢাকা। আইএসবিএন 978-984-33-0444-5। ওসিএলসি 671240479।
- ↑ "মুসা খান মসজিদ"। জাতীয় তথ্য বাতায়ন। ৪ জুলাই ২০১৫। ১৯ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬।
- ↑ Alamgir, Mohiuddin (৪ জুলাই ২০১৫)। "Disfiguring history in the name of renovation"। নিউ এজ। ১৬ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ অক্টোবর ২০১৬।