মুসলেহউদ্দিন আহমেদ

বাংলাদেশী কূটনীতিবিদ ও শিক্ষাবিদ

অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমদ (মৃত্যু : ১০ সেপ্টেম্বর ২০১২) একজন বাংলাদেশী কূটনীতিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসক ছিলেন। [১] তিনি বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং এর প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ফ্রান্স ও রোমানিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম চেয়ারম্যান হিসেবেও পরিচিত। [২]

অধ্যাপক মুসলেহ উদ্দিন আহমদ
জন্ম১৯৩২[তথ্যসূত্র প্রয়োজন]
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০১২(2012-09-10) (বয়স ৭৯–৮০)
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাকূটনৈতিক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
দাম্পত্য সঙ্গীশায়েস্তা আহমেদ
সন্তানজুনায়েদ আহমেদ

কর্মজীবন সম্পাদনা

১৯৫৬ সালে সালে আহমেদ কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিসের মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। [১]

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ফ্রান্সে তৎকালীন পাকিস্তান দূতাবাস থেকে পদচ্যুত হন। পরে তিনি ঢাকায় ফিরে এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম এবং একমাত্র চেয়ারম্যান হিসাবে নেতৃত্বের জন্য বাংলাদেশ বিমানের দায়িত্ব নেন। [১] ১৯৮৫-৮৬ এর সময় তিনি রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৪ সালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। [৩]

লেখক সম্পাদনা

তিনি ইস্রায়েল-ফিলিস্তিনের সংঘাত নিয়ে "প্রতিশ্রুত ভূমি" নামে একটি বই লিখেছিলেন। [১]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

শায়েস্তা আহমদের সাথে আহমদের বিয়ে হয়েছিল। [১] তাদের একসাথে এক পুত্র ছিল, জুনায়েদ আহমেদ, ভারতের হয়ে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন । [৪]

আহমেদ স্ট্রোকের শিকার হয়েছিলেন এবং ১ জুলাই ২০১২ সাল থেকে কোমাতে ছিলেন। ১০ সেপ্টেম্বর ঢাকা স্কয়ার হাসপাতালে মারা যান। [১]

গ্রন্থ ও প্রতিবেদন সম্পাদনা

বই সম্পাদনা

  • বাংলাদেশ উত্তর দক্ষিণ বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গল্প (২০০৪) [৩]
  • প্রতিশ্রুতিবদ্ধ জমি (২০১০) [১]

সংবাদপত্রের নিবন্ধ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Muslehuddin passes away"The Daily Star। ১১ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬ 
  2. Ahmad, Junaid (১০ সেপ্টেম্বর ২০১৬)। "Five moments, five lessons: A remembrance"। The Daily Star। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬ 
  3. "Book on private university launched"The Daily Star। ৩ মে ২০০৪। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Bangladesh's Junaid Ahmad takes over as World Bank's India director"bdnews24.com। ২০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা