মুবারিজুন
মুবারিজুন (আরবি: مبارزون, "Duelists") রাশিদুন সেনাবাহিনীর বিশেষ ইউনিট হিসেবে গঠিত হয়েছিল। দক্ষ তলোয়ারধারী, বর্শাধারী ও তীরন্দাজ সৈনিকদের নিয়ে এই ইউনিট গঠিত হত। প্রাচীন আরব, বাইজেন্টাইন সাম্রাজ্য ও সাসানীয় সাম্রাজ্যের সময় যুদ্ধ সাধারণত দুই পক্ষের দ্বন্দ্বযোদ্ধাদের লড়াইয়ের মাধ্যমে শুরু হত।[১] মুবারিজুন সদস্যদের দায়িত্ব ছিল যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের দ্বন্দ্বযোদ্ধাদের হত্যা করে তাদের মনোবল ভেঙে দেয়া।[২]
মুসলিম সেনাবাহিনীর সৈনিকরা অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান নিত এবং এরপর মুবারিজুন সদস্যরা মাঠে নামত।[১] মূল বাহিনী থেকে মুবারিজুন সদস্যদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঠেকাতে পরাজিত দ্বন্দ্বযোদ্ধাদেরকে শত্রুসারির দিকে পথের দুইতৃতীয়াংশের বেশি তাড়া করার নিষেধাজ্ঞা ছিল।[৩] দ্বন্দ্বযুদ্ধের পর মূল আক্রমণ শুরু হত।[১]
উল্লেখযোগ্য মুবারিজুনগণ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- Nicolla, David (১৯৯৪)। Yarmuk AD 636: The Muslim conquest of Syria। Osprey Publishing। আইএসবিএন 1855324148।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- Nicolla, David (১৯৯৮)। Armies of the Caliphates 862-1098। Osprey Publishing। আইএসবিএন 1855327708।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]