মুজিবনগর উপজেলা
মুজিবনগর উপজেলা বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা।
'"`UNIQ--templatestyles-00000000-QINU`"'<span class="tmp-color" style="color:maroon">মুজিবনগর | |
---|---|
উপজেলা | |
স্থানাঙ্ক: ২৩°৩৯′০.১০৮″ উত্তর ৮৮°৩৫′৫২.৯৪৪″ পূর্ব / ২৩.৬৫০০৩০০০° উত্তর ৮৮.৫৯৮০৪০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মেহেরপুর জেলা |
প্রতিষ্ঠা | ২৪ই ফেব্রুয়ারি, ২০০০ |
সরকার | |
• উপজেলা চেয়ারম্যান | মোঃ জিয়া উদ্দীন বিশ্বাস |
আয়তন | |
• মোট | ১১২.৬৮ বর্গকিমি (৪৩.৫১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৯৯,১৪৩ |
• জনঘনত্ব | ৮৮০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫০.৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৫৭ ৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা, পূর্বে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ও মেহেরপুর সদর উপজেলা, দক্ষিণ ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাএই উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে -
ইতিহাস
সম্পাদনা২০০০ সালের ২৪শে ফেব্রুয়ারি এটি উপজেলা হিসাবে যাত্রা শুরু করে। মুজিবনগর উপজেলা জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে মেহেরপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা। মুজিবনগর উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা, পূর্বে চুয়াডাঙ্গা জেলা, দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। মুজিবনগরের পুর্ব নাম বৈদ্যনাথতলা। পরবর্তীকালে এখানে আনুষঙ্গিক সুবিধাদিসহ ‘‘স্বাধীনতা স্মৃতিসৌধ’’ নির্মাণ করা হয় এবং বর্তমানে মুক্তিযুদ্ধের স্মারক ঐতিহাসিক স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ষ্মৃতিকেন্দ্রসহ ‘‘মুজিবনগর কমপ্লেক্স’’ নামে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ‘‘স্বাধীনতা স্মৃতিসৌধ’’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ঐতিহ্যকে লালন করে চলেছে। মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্র সহ মুজিবনগর কমপ্লেক্স এর নির্মাণ কাজ সমাপ্ত হলে স্বাধীনতা যুদ্ধের সেক্টর ভিত্তিক গৌরবজ্জ্বল চিত্র ফুটে উঠবে।
নামকরণ
সম্পাদনামুজিবনগর উপজেলা মেহেরপুর জেলায় অবস্থিত সবচেয়ে ছোট উপজেলা। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময়প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় এবং ১৭এপ্রিল অস্থায়ী সরকারের মন্ত্রি পরিষদ শপথ গ্রহণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রি তাজউদ্দীন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামের সাথে মিল রেখে এ স্থানের নামকরণ করেন মুজিবনগর।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা- পুরুষ ৪৯,০৮৪ জন
- মহিলা ৫০,০৫৯ৎজন
- মোট = ৯৯,১৪৩ জন
২০১১ সালের তথ্যানুসারে
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাবিশ্ববিদ্যালয়
সম্পাদনা- মুজিবনগর বিশ্ববিদ্যালয় (অনুমোদন ২০২৩)
কলেজ
সম্পাদনা- মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ (১৯৮৩)
- মুজিবনগর আদর্শ মহিলা কলেজ (২০১৪)
- মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (২০২০)
- আন্-নূর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ
- মুজিবনগর ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (২০২১)
মাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় (১৯৩৫)
- দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় (১৯৭০)
- আনন্দবাস মিয়া মুনসুর একাডেমি (১৯৬৭)
- আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- এ টি জে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়
- জয়পুর তারানগর মাধ্যামিক বিদ্যালয়
- বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়
- আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিবপুর
- মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়
- কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- মুজিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয় (১৯৭৩)
- ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৬৫)
- মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯৭৩)
- নাজিরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আনন্দবাস দক্ষিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাদ্রাসা
সম্পাদনা- দারিয়াপুর গাউছিয়া দাখিল মাদ্রাসা (১৯৮১)
- জয়পুর হাফিজিয়া ও এবতেদায়ী মাদ্রসা (১৯৮৭)
- আনন্দবাস মারকাযুল উলুম মাদরাসা
অর্থনীতি
সম্পাদনাকৃষি ও পর্যটক নির্ভরশীল
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনামোঃ জয়নাল আবেদীন
সম্পাদনা- মুক্তিযোদ্ধা, সাবেক এমপি
- বাগোয়ান, মুজিবনগর
মোঃ মোমিন চৌধুরী
সম্পাদনা- মুক্তিযুদ্ধসংগঠক
- ভবেরপাড়া, মুজিবনগর
হাজী আ ক ম ইদ্রিস আলী
সম্পাদনা- শিক্ষানুরাগী, ক্রিড়ানুরাগী ও সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব
- দারিয়াপুর মুজিবনগর
এ বি এম আজহারুল হক
সম্পাদনা- শিক্ষাবিদ
- দারিয়াপুর, মুজিবনগর
ড. গোলাম কিবরিয়া
সম্পাদনা- দারিয়াপুর, মুজিবনগর
- অর্থনিতীবিদ
মোঃ বাকের আলী
সম্পাদনা- দারিয়াপুর, মুজিবনগর
- মুক্তিযুদ্ধ সংগঠক ও শিক্ষাবিদ
আকর্ষণীয় স্থান
সম্পাদনাস্থাপত্য
সম্পাদনা- মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মিউজিয়াম
- স্বাধীনতা রাস্তা
- বঙ্গবন্ধু তোরন
প্রাকৃতিক
সম্পাদনা- মুজিবনগর আমবাগান
- তারানগর চুলকানি বিল
- টুপলার বিল, তারানগর
- কেদারগঞ্জ আমবাগান
পার্ক
সম্পাদনা- অনন্যা পার্ক
- মুজিবনগর পিকনিক স্পট
- মনোরমা পার্ক এন্ড মিনি যু
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মুজিবনগর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।
- ↑ https://mujibnagar.meherpur.gov.bd/bn/site/page/Ohrr-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC
বহিঃসংযোগ
সম্পাদনাখুলনা বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |