মুগীরা ইবনে নাওফাল

মুগীরা ইবনে নাওফাল ইবনে আল হারিস (৫৫৫-৬৭৫) মুহাম্মাদ এর একজন সাহাবা ছিলেন। যিনি মুহাম্মাদ এর নাতনী উমামা বিনতে আবিল আসকে বিবাহ করেছিলেন।[১] এই ঘরে ইয়াহইয়া নামে একটি সন্তান জন্মগ্রহণ করে। এই জন্য মুগীরা, আবু ইয়াহইয়া নামেও পরিচিত ছিলেন।

বংশ পরিচয় সম্পাদনা

মুগীরা ইবনে নাওফালের পিতার নাম নাওফাল ইবনে আল হারিস এবং মাতার নাম যাওজে দাদার নাম আল হারিস ইবনে আবদুল মুত্তালিব[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. LLC, Revolvy। ""Al-Mughira ibn Nawfal ibn al-Harith" on Revolvy.com"www.revolvy.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮ 
  2. "Mugheera bin Naufal bin al-Haarith"geni_family_tree। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৮