মুকুল
মুকুল হল বাংলায় প্রকাশিত উচ্চাঙ্গের এক মাসিক শিশুপত্রিকা। ১৮৯৫ খ্রিস্টাব্দে আচার্য জগদীশ চন্দ্র বসুর সহযোগিতায় প্রসিদ্ধ বাঙালি সাংবাদিক ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এই পত্রিকা প্রতিষ্ঠা করেন।[১] প্রথম দিকে সম্পাদনা করতেন শিবনাথ শাস্ত্রী। ১৯০১ খ্রিস্টাব্দ হতে সম্পাদক হন হেমেন্দ্র সরকার। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ""রবীন্দ্রনাথ ও রামানন্দ: পত্রের দর্পণে--রবিন পাল-এর প্রবন্ধ; An essay on Rabindranath and Ramananda Chatterjee, by Rabin Pal ""। www.parabaas.com। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২।
- ↑ শিশিরকুমার দাশ সংকলিত ও সম্পাদিত, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৯, পৃষ্ঠা ১৭৪ ও ১৯৫ আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-০০৭-৯ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম