মুকাররম খান

বাংলার সুবাহদার

মুকাররম খান মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলার সুবাহদার ছিলেন।[১] তিনি ১৬২৬-১৬২৭ খ্রিস্টাব্দে বাংলা শাসন করেছিলেন।[২]

মুকাররম খানের পূর্বসূরি মহব্বত খান ১৬২৬ সালে সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মহববত খান ডেকান থেকে পালিয়ে যান। মহববত খান পালানোর পর, ১৬২৬ সালে সম্রাট জাহাঙ্গীর মুকাররম খানকে বাংলার সুবাহদার হিসেবে প্রেরণ করেন।

তিনি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলার সুবাহদার ছিলেন। ১৬২৭ সালে তার মৃত্যু হয়। মুকাররম খানের পর বাংলার সুবাহদার হন ফিদাই খান

জীবনী সম্পাদনা

মুকাররম খান চিশতী 'শেখ বদি বায়েজিদ' এর পুত্র ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বায়েজিদ ৩০০০ সৈন্যের মানসাবদার নিযুক্ত হন। তাঁর বাবা বায়েজিদের উত্তরসূরী হিসেবে মুকাররম খানকে বাংলার সুবেদার নিযুক্ত করা হয়।[৩]

১৬১২ সালে খাজা উসমান এর বিরুদ্ধে মুঘলদের যুদ্ধের সময় মুকাররম খানকে ভাওয়াল এর থানাদার করা হয়। পরের বছরে, রাজা পরীক্ষিত নারায়ণকে পরাজিত করার লক্ষ্যে তাঁর(মুকাররম খান) শ্বশুর ইসলাম খান তাঁকে(মুকাররম খান) সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন।[৪] অভিযানটি সফল হয় এবং রাজা পরাজিত হয়ে বাংলার নবনিযুক্ত সুবেদার কাসিম খান চিশতী এর নিকট পেশ করা হয়। সম্রাট জাহাঙ্গীর মুকাররম খান এর সাহসিকতায় মুগ্ধ হন এবং ১৬১৪ সালের ১১ই ফেব্রুয়ারি মুকাররমকে একটি পতাকা উপহার দেন, তাছাড়াও মুকাররম এর পদোন্নতি করা হয়।[৫] মুকাররম সম্রাটকে বাংলা হতে বিভিন্ন অলংকার উপহার হিসেবে প্রেরণ করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. KingListsFarEast
  2. সিরাজুল ইসলাম (২০১২)। "সুবাহদার"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Jahangir, Emperor of Hindustan; Rogers, Alexander; Beveridge, Henry (১৯০৯–১৯১৪)। The Tuzuk-i-Jahangiri; or, Memoirs of Jahangir. Translated by Alexander Rogers. Edited by Henry Beveridge। Robarts - University of Toronto। London Royal Asiatic Society। 
  4. Blochmann, H. (১৮৭৩)। Ain-i-akbari Vol. 1 
  5. Dr. M. I. Borah (১৯৩৬)। Baharistan I Ghaybi Volume I 
  6. Jahangir, Emperor of Hindustan; Rogers, Alexander; Beveridge, Henry (১৯০৯–১৯১৪)। The Tuzuk-i-Jahangiri; or, Memoirs of Jahangir. Translated by Alexander Rogers. Edited by Henry Beveridge। Robarts - University of Toronto। London Royal Asiatic Society।