মীরসরাই অর্থনৈতিক অঞ্চল
মীরসরাই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের একটি শিল্প অর্থনৈতিক অঞ্চল। এটি চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত। বর্তমানে এটি নির্মাধীন। এটি ৩০,০০০ একর জমিতে নির্মিত হচ্ছে।[১][২] এটি ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০’ এর অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দ্বারা পরিচালিত।
অবস্থান
সম্পাদনাএই অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাধুর চর, শীল চর, মোশাররফ চর ও পীরের চর এলাকায় অবস্থিত। এটি চট্টগ্রাম থেকে ৬০ কিমি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭০ কিমি, ঢাকা থেকে ২০০ কিমি এবং সিলেট থেকে ৩৩০ কিমি দূরে অবস্থিত।[৩]
ইতিহাস
সম্পাদনা২০১৮ সালের ২৪ জানুয়ারি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বেপজা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০১৮’ এর মঞ্চ থেকে ভিডিওর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১১৫০ একর জমিতে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ এর ভিত্তি ফলক উন্মোচন করেন।[১] পরে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভৌত অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই-১ম পর্যায়’ প্রকল্পটি ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর এক সভায় অনুমোদিত হয়।[৪][৫]
শিল্প প্রতিষ্ঠান
সম্পাদনামীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ১৪টি বিদেশী এবং স্থানীয় কোম্পানি তাদের কারখানা স্থাপনের জন্য বেপজার সাথে ইজারা চুক্তি করেছে।[৫] নভেম্বর ২০২৩ পর্যন্ত চীনের মালিকানাধীন কেপিএসটি সু (বিডি) কোম্পানি লিমিটেড, জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড স্টিল, পেইন্টস, সামুদা ফুড ও ম্যারিকো কোম্পানি উৎপাদন শুরু করেছে।[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "মীরসরাই শিল্পজোনে কর্মসংস্থান হবে ৩০ লাখ লোকের"। দৈনিক ইনকিলাব। ২০১৯-০১-১১। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৪।
- ↑ "Construction work of Mirsarai Economic Zone on in full swing"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।
- ↑ "Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar Master Plan"। beza.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০২৩-১১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।
- ↑ "অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ দেয়া শুরু বেপজার"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৪।
- ↑ ক খ "Bepza Economic Zone gearing up for production"। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।
- ↑ বঙ্গবন্ধু শিল্পনগরে উৎপাদিত রপ্তানি পণ্যের প্রথম চালান যাচ্ছে আজ, জাগো নিউজ টুয়েন্টি ফোর ডটকম, ৯ নভেম্বর ২০২৩