মিস আর্থ ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া আর্থ হল ভারতীয় নারীদের দেওয়া একটি খেতাব, যিনি মিস আর্থে ভারতের প্রতিনিধিত্ব করেন, [৩] [৪] যা একটি বার্ষিক, আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা যা পরিবেশ সচেতনতা প্রচার করে। [৫] [৬] [৭] বর্তমানে যে জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে মিস আর্থের জন্য ভারতীয় প্রতিনিধিকে বেছে নেয় তা হলো মিস ডিভাইন বিউটি অফ ইন্ডিয়া।

মিস আর্থ ইন্ডিয়া
মিস আর্থ ইন্ডিয়ার লোগো
নীতিবাক্যBeauty and Brain – Cause and Care
সৌন্দর্য ও মস্তিষ্ক - কারণ ও যত্ন
গঠিত২০১০
ধরনসুন্দরী প্রতিযোগিতা
সদরদপ্তরদিল্লি
অবস্থান
সদস্যপদ
মিস আর্থ
দাপ্তরিক ভাষা
হিন্দি, ইংরেজি
মূল ব্যক্তিত্ব
দীপক আগরওয়াল (জাতীয় পরিচালক) [১][২]
ওয়েবসাইটwww.divinebeautygroup.com

ইতিহাস সম্পাদনা

২০০১ সালে শুরু হওয়ার পর থেকে ভারত মিস আর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ২০০১ থেকে ২০১৩ পর্যন্ত, মিস আর্থ -এ ভারতের প্রতিনিধিরা ফেমিনা মিস ইন্ডিয়া (১৯৬৪ সালে প্রতিষ্ঠিত একটি সুন্দরী প্রতিযোগিতা) দ্বারা নির্বাচিত হতেন। ফেমিনা মিস ইন্ডিয়া স্পনসর করেছে ফেমিনা, টাইমস গ্রুপ দ্বারা প্রকাশিত একটি মহিলাদের ম্যাগাজিন।

২০০২ থেকে, ফেমিনা মিস ইন্ডিয়ার তৃতীয় বিজয়ীকে মিস ইন্ডিয়া এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল থেকে ফেমিনা মিস ইন্ডিয়া আর্থ নামে পরিবর্তন করে নতুন মিস আর্থ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি মনোনীত করা হয় এবং একজন ফাইনালিস্টকে মিস ইন্টারন্যাশনাল -এ পাঠানো হয়। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত, তিনজন করে বিজয়ী মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড এবং মিস আর্থ -এ গিয়েছিলেন। [৮] [৯] ২০১০ সালে, আই অ্যাম শি-মিস ইউনিভার্স ইন্ডিয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি পাঠানোর অধিকার অর্জন করে। ফেমিনা মিস ইন্ডিয়ার প্রথম বিজয়ী মিস ওয়ার্ল্ডে, দ্বিতীয় বিজয়ী মিস আর্থে এবং তৃতীয় বিজয়ী মিস ইন্টারন্যাশনালে অংশগ্রহণের জন্য মনোনীত হন। ২০১৩ সালে, টাইমস গ্রুপ মিস ইউনিভার্সে ভারতের প্রতিনিধি পাঠানোর অধিকার ফিরে পায় এবং মিস ইউনিভার্স (মিস ডিভা) এর জন্য একটি নতুন প্রতিযোগিতা চালু করে। পরের বছর, মিস আর্থ ইন্ডিয়া মিস ডিভা প্রতিযোগিতায় দ্বিতীয় খেতাব পান। [১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Miss Divine Beauty | 2019 Ref:Business Standard"Business Standard India (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৯। 
  2. "Rashmi Madhuri crowned | 2021 Ref:gulfnews" (ইংরেজি ভাষায়)। 
  3. Press Trust of India, News (৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Miss Earth India pageant to be held in Delhi"Oneindia, Greynium Information Technologies Pvt. Ltd.। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৬ 
  4. Press Trust of India, News (৫ ফেব্রুয়ারি ২০১৬)। "Delhi to host Miss Earth India to support Beti Bachao Beti Padhao"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৬ 
  5. New York Times, World News (৩০ অক্টোবর ২০০৩)। "Afghanistan: Anti-Pageant Judges"। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০০৯ 
  6. "Miss Earth 2004 beauty pageant"China Daily। Reuters। ২৫ অক্টোবর ২০০৪। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০০৭ 
  7. Enriquez, Amee (২ ফেব্রুয়ারি ২০১৪)। "Philippines: How to make a beauty queen"BBC News। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৪ 
  8. "The Hindu News Update Service"The Hindu। ৯ এপ্রিল ২০০৭। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১০ 
  9. "No runners-up in Miss India contest; all 3 winners are equal"Daily News and Analysis and Press Trust of India। ৯ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১২ 
  10. "Former Miss Universe, Sushmita Sen, now at the helm of Miss Universe India"Miss India Magazine। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা